weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৬১% , সোমবার, ৭ এপ্রিল ২০২৫, ২৩ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার

প্রকাশ : ০৩-০১-২০২৫ ১২:৩০

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানী ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার (৩ জানুয়ারি) সকালে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল পার্শ্ববর্তী দেশ মিয়ানমার বলে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবীর গণমাধ্যমকে বলেন, শুক্রবার সকাল ১০টা ৩২ মিনিটে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল পাঁচ।

তিনি বলেন, ঢাকা থেকে ৪৮২ কিলোমিটার দূরে মিয়ানমারের হোমালিন নামের একটি স্থান এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এর প্রভাবে রাজধানীসহ উত্তর-পূর্বাঞ্চলের সিলেট এবং এর আশপাশের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সিলেটের ভূমিকম্পের বিষয়টি স্থানীয় আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসাইন নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েক সেকেন্ড স্থায়ী এ ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় বের হয়ে আসেন। তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর এখনো পাওয়া যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের নামে দুদকের মামলা সাবেক নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদের নামে দুদকের মামলা গাজায় হামলার প্রতিবাদে সরব বাংলাদেশ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে গাজায় হামলার প্রতিবাদে সরব বাংলাদেশ, ক্লাস-পরীক্ষা হচ্ছে না শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু আজ ঢাকায় চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন শুরু আজ পুরান ঢাকায় ভবনে আগুন, নিহত ১ পুরান ঢাকায় ভবনে আগুন, নিহত ১