ঢাকায় হালকা বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে একই
প্রকাশ : ১২-১০-২০২৫ ১০:৫১
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে আজ রবিবার (১২ অক্টোবর) আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দিনের প্রথমার্ধে হালকা বা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দিনের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন আসবে না।
এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ–পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তাপমাত্রায় তেমন পরিবর্তন আসবে না।
আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং আপেক্ষিক আর্দ্রতা ৯৫ শতাংশ। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৪ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকায় তিন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।
অন্যদিকে, শনিবার প্রকাশিত সারাদেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
এ ছাড়া, সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ ৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে নেত্রকোনায়। একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল নেত্রকোনায় ২২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা সৈয়দপুরে ৩৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বিহার, পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু ১৫ অক্টোবর নাগাদ বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com