ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ : ০৩-০১-২০২৫ ১২:৩৮

ছবি : সংগৃহীত
মুন্সিগঞ্জ প্রতিনিধি
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেছে চার জনের। বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় নিমতলা ও শুক্রবার (৩ জানুয়ারি) ভোর ৪টার দিকে হাসাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রাত ১২টার দিকে নিমতলী এলাকায় একটি কাভার্ডভ্যানের পেছনে মাওয়ামুখী আব্দুল্লাহ পরিবহনের মিনিবাস ধাক্কা দেয়। এতে দুমড়ে-মুচড়ে যায় মিনিবাসটি। এ সময় নিহত হন বাসের হেলপার মো. জীবন (৪৪)। তার বাড়ি শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামে। অপর নিহত হলেন- বাসযাত্রী মো. রায়হান (২৭)। তিনি সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা।
এদিকে শুক্রবার ভোরে হাসাড়া এলাকায় অপর দুর্ঘটনায় নিহত হন আরো দুই জন। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীনগরর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ক্যামিলায়া সরকার জানান, রাতে দুইজনের মরদেহ হাসপাতালে আনা হয়। ভোরে আসে আরো দুজনের মরদেহ। পরে আসা নিহত দুই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ ও ২৫ হবে। তবে তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com