weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

তুরাগে শুভ হত্যা মামলার রহস্য উদঘাটন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ হত্যাকারী গ্রেপ্তার

প্রকাশ : ০৩-০২-২০২৫ ১৮:২৯

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
রাজধানীর তুরাগে চাঞ্চল্যকর ফারদিন শাহরিয়ার শুভ হত্যা মামলার রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের সাথে জড়িত মো. রিয়াজ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে ডিএমপির তুরাগ থানা পুলিশ। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

রবিবার (২ ফেব্রুয়ারি) রাত নয়টায় লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

তুরাগ থানা সূত্রে জানা যায়, পূর্বশত্রুতার জের ধরে গত (২৯ জানুয়ারি) বিকালে তুরাগের রানাভোলা সিরাজ মার্কেটের সামনে ফারদিন শাহরিয়ার শুভকে নৃশংসভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায় রিয়াজ। পরে গুরুতর আহত শুভকে উত্তরার একটি স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে রিয়াজকে আসামি করে তুরাগ থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

মামলাটি তদন্তকালে তথ্য ও প্রযুক্তির সহায়তায় হত্যাকারী রিয়াজের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে রবিবার রাতে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার কেথুরি বাজার এলাকায় রামগঞ্জ থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে রিয়াজকে গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন সে পূর্বশত্রুতার জের ধরে ভিকটিম ফারদিন শাহরিয়ার শুভকে ধারালো ছুরি দ্বারা আঘাত করে খুন করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

     
পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি