weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

তেহরান থেকে বাংলাদেশিরা কীভাবে ফিরবেন

প্রকাশ : ১৯-০৬-২০২৫ ১১:৩৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
ইরান-ইসরায়েল সংঘাতের উত্তপ্ত পরিস্থিতিতে তেহরানে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। চলমান অস্থিরতা এবং সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মাথায় রেখে প্রাথমিক পরিকল্পনায় রয়েছে, বাংলাদেশিদের তেহরান থেকে স্থলপথে ইরান-পাকিস্তান সীমান্তে স্থানান্তর করা হবে এবং পরে সেখান থেকে আকাশপথে দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইরানের রাজধানী তেহরানে বর্তমানে প্রায় ৪০০ বাংলাদেশি অবস্থান করছেন। এর মধ্যে ইতোমধ্যে প্রায় ১০০ জন বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছেন। তাদের মধ্যে অন্তত ৫০ জন তেহরান ত্যাগ করে নিরাপদ দূরবর্তী স্থানে সরে গেছেন। ওইসব ব্যক্তিরা ব্যক্তিগত ও দলবদ্ধ উদ্যোগে শহর ছাড়েন।

বাংলাদেশ দূতাবাসের কূটনীতিকসহ দূতাবাসের ৪০ জন সদস্যও ইতোমধ্যে নিরাপদ স্থানে সরে গেছেন। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম জানান, তেহরান ত্যাগকারী বাংলাদেশিদের একসঙ্গে আবাসনের ব্যবস্থা করা কিছুটা কঠিন। তবে দূতাবাস তাদের প্রয়োজন অনুযায়ী আর্থিক সহায়তা দেবে।

তবে ইরানের ওপর চলমান আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং যুদ্ধ পরিস্থিতির কারণে অর্থ লেনদেনেও জটিলতা তৈরি হয়েছে। বিষয়টি সম্পর্কে সচিব নজরুল ইসলাম বলেন, বর্তমানে ইরানের সীমান্তবর্তী একটি দেশ থেকে বাংলাদেশ দূতাবাসে টাকা পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি, যেসব বন্ধুরাষ্ট্র এখনও ইরানে কার্যক্রম পরিচালনা করছে, তাদের মাধ্যমে বাড়তি তহবিলের ব্যবস্থা করা হচ্ছে, যাতে বাংলাদেশিদের নিরাপদে সরিয়ে এনে দেশে ফেরানো যায়।

তেহরানস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মনে করছেন, রাজধানীতে অবস্থানরত প্রায় অর্ধেক বাংলাদেশি—  প্রায় ২০০ জন, দু-এক দিনের মধ্যে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করতে পারেন। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে তাদের দেশে ফেরানোর একটি সময়সূচিভিত্তিক পরিকল্পনা তৈরি করেছে।

পররাষ্ট্র সচিব আরো বলেন, প্রাথমিকভাবে বাংলাদেশিদের তেহরান থেকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হবে। এরপর পরিকল্পনা অনুযায়ী, তাদের ইরান-পাকিস্তান সীমান্ত হয়ে করাচি ও দুবাই ঘুরে দেশে ফেরত পাঠানো হবে।

এদিকে তেহরান থেকে একটি কূটনৈতিক সূত্র জানায়, রাজধানী শহর ধীরে ধীরে ফাঁকা হতে শুরু করেছে। যুদ্ধ পরিস্থিতির আশঙ্কায় অনেকেই শহর ত্যাগ করছেন। তেহরানে বাংলাদেশ দূতাবাস এখন পর্যন্ত চালু আছে এবং স্বদেশি নাগরিকদের সর্বাত্মক সহায়তা দিতে সচেষ্ট রয়েছে। তবে পরিস্থিতির আরো অবনতি হলে দূতাবাসের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা বা অন্যত্র স্থানান্তরের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, পুরো ইরানে বর্তমানে প্রায় দুই হাজার বাংলাদেশি রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের মধ্যে কেউ সংঘাতে হতাহত হননি।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির আরো অবনতি ঘটলে দ্রুততম সময়ের মধ্যে বাংলাদেশিদের নিরাপদে ফেরত আনার জন্য সব প্রস্তুতি রাখা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই