weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ৬ পুলিশ কর্মকর্তা নিহত

প্রকাশ : ২৫-০৪-২০২৫ ১৪:৫৫

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
থাইল্যান্ডে প্রশিক্ষণ চলাকালে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে ছয়জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। পুলিশের বরাতে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম দ্য ইরাবতী।

প্রতিবেদন মতে, শুক্রবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের প্রাচুয়াপ খিরি খান প্রদেশের হুয়া হিন জেলায় একটি সমুদ্রসৈকতে কাছে বিমানটি বিধ্বস্ত হয়।

রয়্যাল থাই পুলিশের মুখপাত্র আর্চায়ন ক্রাইথং জানিয়েছেন, প্যারাসুট প্রশিক্ষণের প্রস্তুতির জন্য বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করে। এ সময় বিমানটি বিধ্বস্ত হয়।
 
বিমানটি কোন মডেলের তা জানা যায়নি। তবে ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে একটি ভাইকিং ডিএইচসি-৬ টুইন অটার বিমান দেখা গেছে।
 
প্রাচুয়াপ কিরি খান প্রদেশের জনসংযোগ বিভাগ জানিয়েছে, হুয়া হিন বিমানবন্দরের কাছে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
 
ছবিগুলিতে দেখা গেছে, বিমানটি উপকূল থেকে প্রায় ১০০ মিটার দূরে সমুদ্রে পড়ে আছে। বিমানটি দুই টুকরো হয়ে গেছে।
 
আর্চায়ন জানিয়েছেন, বিমানে ছয়জন পুলিশ কর্মকর্তা ছিলেন। তাদের মধ্যে পাঁচজন ঘটনাস্থলে মারা গেছেন। পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।
 
তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। আর্চায়ন জানান, বিমানের ব্ল্যাকবক্স থেকে তথ্যসহ প্রমাণ সংগ্রহ করছেন কর্মকর্তারা।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, রাজধানী থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বিমানটি বিধ্বস্ত হয়। অসংখ্য দেশি-বিদেশি পর্যটক এখানে ছুটি কাটাতে আসেন।   

সামাজিক মাধ্যমের ফুটেজে দেখা যায়, বিমানটি সমুদ্রে পড়ে যাওয়ার আগে আকাশে ঘুরপাক খেতে থাকে। পরবর্তীতে আরোহীদের উদ্ধারের জন্য কয়েকজনকে বুক সমান পানি সাঁতরে উড়োজাহাজের দিকে আগাতে দেখা যায়।

পুলিশ প্রধান কিতরাত ফানফেত এই দুর্ঘটনার পূর্ণ তদন্তের আশ্বাস দিয়েছেন। এক বিবৃতিতে পুলিশ জানায়, 'যেসব বীর কর্মকর্তা তাদের জীবন হারিয়েছেন, তাদের প্রতি থাই পুলিশ গভীর সমবেদনা জানাচ্ছে।'

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪