থুথু ছেড়ে সুয়ারেস, ঘুষি মেরে নিষিদ্ধ বুসকেতস
প্রকাশ : ০৬-০৯-২০২৫ ১৭:১৫

ছবি : সংগৃহীত
ক্রীড়া ডেস্ক
শাস্তি অনুমিতই ছিল, দেখার ছিল শাস্তির মাত্রা কেমন হয়। ক্ষমা চেয়েও বড় সাজা এড়াতে পারলেন না লুইস সুয়ারেস। লিগস কাপ ফাইনাল শেষে থুথু কাণ্ডে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পেলেন ইন্টার মায়ামির এ ফরোয়ার্ড।
একই ম্যাচের বিতর্কিত ঘটনায় শাস্তি পেয়েছেন সুয়ারেসের দুই সতীর্থ সের্হিও বুসকেতস ও তোমাস আবিলেসও। সহিংস আচরণের জন্য আর্জেন্টাইন ডিফেন্ডার আবিলেসের নিষেধাজ্ঞা তিন ম্যাচের, প্রতিপক্ষের ফুটবলার ওবেড ভার্গাসক ঘুষি মেরে দুই ম্যাচ নিষিদ্ধ বুসকেতস।
এই শাস্তি দিয়েছে লিগস কাপ আয়োজক কমিটি। শাস্তি কার্যকর হবে স্রেফ লিগস কাপেই। সেক্ষেত্রে তা প্রয়োগ করা হবে আগামী বছরের লিগস কাপে। সেখানে সুয়ারেস-বুসকেতস থাকবেন কিনা, নিশ্চিত নয় এখনো। দুজনেরই মায়ামি চুক্তি শেষ হবে এই বছর।
তবে তাতেই শঙ্কার শেষ নয় তাদের। লিগস কাপ কমিটি বিবৃতিতে জানিয়েছে, মেজর লিগ সকার কর্তৃপক্ষ চাইলে শৃঙ্খলাভঙ্গের জন্য আরো ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে।
গত রবিবার লিগস কাপের ফাইনালে সিয়াটল সাউন্ডার্সের কাছে ৩-০ ব্যবধানে হেরে যায় লিওনেল মেসির ইন্টার মায়ামি। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়, কোচিং স্টাফরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন, যা চলতে থাকে বেশ অনেকটা সময় ধরে। নানা সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এসবের সূচনা করেন সুয়ারেস।
ম্যাচের পর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখা যায়, সিয়াটলের স্টাফদের একজনের দিকে থুথু ছুড়ছেন সুয়ারেস।
ওই ঘটনায় প্রবল সমালোচনার পর সামাজিক মাধ্যমে ক্ষমা চেয়েছেন সুয়ারেস, ‘ম্যাচ শেষে তুমুল উত্তেজনা ও হতাশার এক মুহূর্তে এমন কিছু হয়েছে, যা হওয়া উচিত হয়নি। তাতে অবশ্য আমার কাজে ন্যায্য হয়ে যায় না। আমি ভুল করেছি ও আন্তরিকভাবেই ক্ষমাপ্রার্থী।’
‘আমার পরিবারের সামনে এমন ভাবমূর্তি মেলে ধরতে চাই না আমি, যারা ভুগছে আমার কারণে। আমার ক্লাবকেও এই অবস্থার মুখোমুখি হতে দিতে চাইনি আমি, এসব কারণে ভোগান্তি প্রাপ্য নয় তাদেরও।’
মাঠের ভেতরে বিতর্কিত কাণ্ডে জড়ানোর ঘটনা অবশ্য বেশ কবারই সুয়ারেসের ক্যারিয়ারে। প্রতিপক্ষের কাউকে কামড় দেওয়ার জন্যই তিনি নিষিদ্ধ হয়েছেন তিন দফায়। বর্ণবাদের কারণেও নিষেধাজ্ঞা পেয়েছেন, যে অভিযোগ তিনি অস্বীকার করেছেন বরাবরই।
এবারের লিগে ২২ ম্যাচে ৬ গোল করেছেন সুয়ারেস, সহায়তা করেছেন ১০ গোলে। লিগস কাপে তার গোল ও সহায়তা ছিল তিনটি করে গোলে।
মেজর লিগ সকার কর্তৃপক্ষ এখনো কিছু জানায়নি কোনো ব্যবস্থা নেওয়ার ব্যাপারে। আগামী ১৬ সেপ্টেম্বর সিয়াটলের সঙ্গেই লিগে লড়বে মায়ামি।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com