weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ৩০ জুলাই ২০২৫, ১৪ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দিল্লিতে রেড অ্যালার্ট, তীব্র গরম থাকবে আজও

প্রকাশ : ১২-০৬-২০২৫ ১৭:২৩

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তীব্র গরমের মধ্যে হিট ইনডেক্সে তাপমাত্রা ৫১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোয় নাগরিকদের সুরক্ষার জন্য এই অ্যালার্ট জারি করা হয়। দেশটির আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানীতে তাপপ্রবাহের পরিস্থিতি চলছে।

ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাতে এসব তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (১৩ জুন) পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে প্রচণ্ড গরমের কারণে বুধবার (১১ জুন) রেড অ্যালার্ট জারি করা হয়েছে। মূলত শহরের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ৪০ দশমিক নয় থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। এর সঙ্গে আর্দ্রতা যোগ হয়ে তৈরি হওয়া হিট ইনডেক্স (তাপমাত্রা অনুভব করার মাত্রা) এক লাফে পৌঁছেছে ৫১ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াসে; যা অত্যন্ত বিপজ্জনক।

বুধবার বিকাল সাড়ে ৫টায় দিল্লির সবচেয়ে বেশি গরম ছিল আয়ানগরে, সেখানে তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর পালাম (৪৪ দশমিক পাঁচ), রিজ (৪৩ দশমিক ছয়), পিতমপুরা (৪৩ দশমিক পাঁচ), লোদি রোড (৪৩ দশমিক চার), ময়ূর বিহার (৪০ দশমিক নয়) এবং সফদরজং (৪৩ দশমিক তিন) ছিল অন্যান্য গরম অঞ্চল।

হিট ইনডেক্সে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস পার হওয়ার পর ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, তাপমাত্রা ও আপেক্ষিক আর্দ্রতার ওপর নির্ভর করে প্রতিদিনের হিট ইনডেক্সের মান পরিবর্তিত হয়। যদিও এই হিট ইনডেক্স ভারতীয় আবহাওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে যাচাই করা হয়নি এবং এর কোনো সরকারি রেকর্ডও রাখা হয় না।

আবহাওয়া বিভাগ বলেছে, রাজধানী দিল্লিতে তাপপ্রবাহের (হিটওয়েভ) পরিস্থিতি চলছে, যদিও বুধবার কেবল আয়ানগরেই তাপপ্রবাহের অবস্থা রেকর্ড করা হয়েছে। এর আগের দিন তিনটি স্টেশনে এমন অবস্থা ছিল।

আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার পর্যন্ত এই ভয়াবহ গরমের ধারা অব্যাহত থাকবে। এরপর একটি পশ্চিমী ঝড় উত্তর-পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে; যা দিল্লিতে হালকা বৃষ্টি ও বজ্রপাত নিয়ে আসতে পারে।

আইএমডি-এর বিজ্ঞপ্তি অনুযায়ী, দিল্লিতে বর্তমান তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ডিগ্রি বেশি; যার ফলে তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারেও (১২ জুন) তাপমাত্রা ৪৩-৪৫ ডিগ্রি সেলসিয়াস থাকার আশঙ্কা রয়েছে, সঙ্গে ৪০-৬০ কিলোমিটার গতির দমকা হাওয়া এবং সন্ধ্যা বা রাতে হালকা বৃষ্টি বা বজ্রঝড় হতে পারে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, রেড অ্যালার্ট মানে হলো, জনসাধারণকে অবিলম্বে সতর্কতামূলক ব্যবস্থা নিতে হবে— যেমন বেশি পানি খাওয়া, রোদ এড়িয়ে চলা এবং দুপুরের সময় বাইরে যাওয়া এড়ানো।

আইএমডি-এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. নরেশ কুমার বলেন, ‌‘তীব্র গরম বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তবে শুক্রবার রাতে যে পশ্চিমী ঝড় আসবে, তা তাপপ্রবাহ কমাতে সাহায্য করবে।’

এদিকে দিল্লির আর্দ্রতা বুধবার দিনভর ৩১ শতাংশ থেকে ৭৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে। সেই সঙ্গে উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো বাতাস বইতে থাকায় গরমের অনুভূতি আরো তীব্র হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার এক এনআইডির বিপরীতে ১০টি সিম ব্যবহার করা যাবে এক এনআইডির বিপরীতে ১০টি সিম ব্যবহার করা যাবে দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস