weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ ৭০ বছর পর ‘চ্যাম্পিয়ন’ নিউক্যাসল

প্রকাশ : ১৭-০৩-২০২৫ ১১:৩৪

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
দীর্ঘ ৭০ বছরের শিরোপা খরা কাটল নিউক্যাসল ইউনাইটেডের। ইংলিশ লিগ কাপের ফাইনালে শক্তিশালী লিভারপুলকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দলটি। ১৯৫৫ সালে এফএ কাপ জয়ের পর এটিই ইংলিশ ফুটবলে তাদের প্রথম বড় ঘরোয়া শিরোপা।

ঘরোয়া ফুটবলে ৭০ বছর পর চ্যাম্পিয়ন হলেও ১৯৬৯ সালে অধুনালুপ্ত মহাদেশীয় টুর্নামেন্ট ইন্টার-সিটিস ফেয়ার্স কাপ জিতেছিল নিউক্যাসল। তবে সেটি জয়ের পরও তো ৫৬ বছর কেটে গিয়েছিল।

লন্ডনের ঐতিহ্যবাহী ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ইতিহাস গড়েছে নিউক্যাসল। প্রথমার্ধের যোগ করা সময়ে ড্যান বার্নের গোল তাদের এগিয়ে দেয়। বিরতির পর দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে ব্যবধান বাড়ান আলেক্সান্ডার ইসাক। ম্যাচের শেষ সময়ে লিভারপুলের হয়ে একটি গোল শোধ করেন ফেদেরিকো কিয়েসা। তবে তাতে বদলায়নি ফলাফল— জয় নিশ্চিত করে শিরোপা নিয়েই মাঠ ছাড়ে নিউক্যাসল।

ট্রফি উঁচিয়ে ধরে নিউক্যাসল অধিনায়ক ব্রুনো গিমারেস আবেগঘন কণ্ঠে বলেন, ‘আবারো আমরা চ্যাম্পিয়ন। জীবনের সেরা দিনগুলোর একটি এটি। যারা ছোটবেলায় ক্লাবকে সমর্থন করেছে, তারা আজ চ্যাম্পিয়ন নিউক্যাসলকে দেখল। সমর্থকদের কাছে এটি যেন বিশ্বকাপ জয়ের মতোই আনন্দের।’

অন্যদিকে, মৌসুমজুড়ে ছন্দে থাকা লিভারপুল সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেওয়ার পর এবার লিগ কাপের ট্রফিও হাতছাড়া করল। লিভারপুলের কাছে এখন টিকে আছে শুধু প্রিমিয়ার লিগের শিরোপা–স্বপ্ন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত