weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

দুদকে অভিযোগ জমা দিলেন এনসিপি নেতা হাসনাত ও সারজিস

প্রকাশ : ০৯-০৪-২০২৫ ১৭:৪৪

ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দেশের উত্তর ও দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে বেশ কিছু অভিযোগ জমা দিয়েছেন।

বুধবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে দুদক কার্যালয় থেকে বের হলে সাংবাদিকরা তাদের কাছে বিষয়টি জানতে চান। তবে তারা কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন সেটা জানাতে অপারগতা প্রকাশ করেন।

দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ শেষে হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা কিছু লিখিত অভিযোগ নিয়ে এসেছিলাম। সেগুলো জমা দিয়েছি। অভিযোগগুলো কনফিডেন্সিয়াল তাই বলা যাচ্ছে না।  

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, ‘আমরা কিছু অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনে এসেছি। আমাদের অভিযোগগুলো আমরা লিখিতভাবে জানিয়েছি।’

তবে কার বিরুদ্ধে কী অভিযোগ দিলেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ইটস ভেরি কনফিডেনসিয়াল (অত্যন্ত গোপনীয় বিষয়)। এখন কনফিডেনসিয়াল বিষয় বলে দিলে তো আর কনফিডেনসিয়াল থাকলো না। তাছাড়া তখন অপরাধীরা সতর্ক হয়ে যাবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনসিপির আরেক নেতা সারজিস আলম বলেন, ‘অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সাম্রাজ্য গড়ে তুলেছে। অনেক সাধারণ মানুষকে বিনা অপরাধে হয়রানি করা হয়েছে। এখন আমরা সেটি প্রত্যাশা করি না। আমাদের কিছু অভিযোগ ছিল, সেটি আমরা লিখিতভাবে জানিয়েছি। সেটা জানাতেই আমরা দুদকে এসেছি। তাই এর বেশি কিছু এখন বলছি না।’



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভুয়া কোম্পানির নামে ঋণ : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৩ জনের নামে মামলা ভুয়া কোম্পানির নামে ঋণ : সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ২৩ জনের নামে মামলা ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর নামে মামলা ঢাকা-২০ আসনের সাবেক এমপি বেনজীর ও তার স্ত্রীর নামে মামলা ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ ডেসটিনির রফিকুল আমীনের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা এবার প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেলপথ ব্লকেড’ শিথিল, ১১টায় মন্ত্রণালয়ে বৈঠক পলিটেকনিক শিক্ষার্থীদের ‘রেলপথ ব্লকেড’ শিথিল, ১১টায় মন্ত্রণালয়ে বৈঠক