weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৫৭% , সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুপুরে জরুরি সভায় বসছে বিসিবি

প্রকাশ : ২৪-০৩-২০২৫ ১১:৫৭

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আজ সোমবার (২৪ মার্চ) দুপুরে জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরিচালনা পর্ষদের এই সভায় প্রধান কোচ ফিল সিমন্সের সঙ্গে চুক্তি, অধিনায়কত্বে আসছেন কে আর নির্বাচকের শূন্য পদে বসবেন কে— এসব উত্তর পাওয়া যেতে পারে। দুপুর ১২টায় মিরপুরে বিসিবি কার্যালয়ে বসবে এই সভা।

নাজমুল হোসেন শান্ত টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর এই সংস্করণে এখনো কাউকে দায়িত্ব দেয়নি বিসিবি। এ ছাড়া শান্ত বাকি দুই সংস্করণে অধিনায়ক থাকবেন কিনা তাও নিশ্চিত হওয়ার বিষয় আছে। শোনা যাচ্ছে, ছোট ফরম্যাটে লিটন দাস পেতে পারেন নেতৃত্ব। টি-টোয়েন্টিতে আলোচনায় তাসকিন আহমেদও।

সভার আলোচ্য বিষয়ের মধ্যে আছে— নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলে খেলতে যাওয়ার জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র, নির্বাচক হান্নান সরকার চলে যাওয়ায় তার স্থানে নতুন নির্বাচক, বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগ, প্রথম শ্রেণির ক্রিকেটারদের বেতন বৃদ্ধি ও প্রধান কোচকে নিয়ে সিদ্ধান্ত।

বাংলাদেশ জাতীয় দলের নতুন নির্বাচক হওয়ার দৌড়ে এগিয়ে আছেন নারী দলের প্রধান নির্বাচক সাজ্জাদ হোসেন শিপন। এ ছাড়া সভায় আলোচনা হবে পিএসএল খেলতে অনাপত্তিপত্র চাওয়া রিশাদ হোসেন, লিটন দাস ও নাহিদ রানাদের কাকে কবে থেকে অনুমতি দেওয়া হবে, এসব।

বিপিএলের টিকিট বিক্রির রাজস্ব ভাগাভাগির ব্যাপারে সিদ্ধান্ত নেবে বিসিবি। আলোচনা হবে প্রধান কোচ সিমন্সকে নিয়ে। ক্যারিবিয়ান এই কোচের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত চুক্তি ছিলো বিসিবির। ধারণা করা হচ্ছে, টাইগারদের কোচিংয়ে তাকে অনেক দিনের জন্য রেখে দেবে বোর্ড।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ ঢাকার দুই স্থানে ককটেল বিস্ফোরণ কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা কপ-৩০ সম্মেলন শুরু আজ : দুটি প্রশ্নের উত্তর খুঁজবেন জলবায়ুকর্মীরা মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষে সংঘর্ষে গুলিতে যুবক নিহত, আহত এক গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ গোপালগঞ্জে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার সাতকানিয়ায় ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার