weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

দেশের হয়ে সাকিবের টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ড

প্রকাশ : ২৪-০৫-২০২৫ ১৪:৫৯

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সাকিব আল হাসান এক অনন্য নাম। তবে এবার এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের শীর্ষে জায়গা করে নিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার ‘ডাক’ বা শূন্য রানে আউট হওয়ার রেকর্ড এখন সাকিবের দখলে।

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে বৃহস্পতিবার (২২ মে) ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট করতে নেমে মাত্র ২ বল খেলে ০ রানে আউট হন সাকিব। এর আগের ম্যাচে করাচির বিপক্ষে তাকে ব্যাটিংয়ে নামতেই হয়নি। তবে সেই ম্যাচের চার দিন আগে পেশোয়ার জালমির বিপক্ষে খেলতে নেমে মাত্র ১ বলে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি। ফলে টানা দুই ম্যাচে ব্যাট করতে নেমে দুবারই ‘ডাক’ মারলেন এই অলরাউন্ডার।

এই শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৩২ বার ‘ডাক’ খেয়ে টপকে গেছেন সৌম্য সরকারকে, যিনি ২৩৭ ম্যাচের ২৩২ ইনিংসে ৩১ বার শূন্য রানে আউট হয়েছিলেন। সাকিব এই রেকর্ড গড়েছেন ৪১০ ইনিংসে।

এই তালিকায় বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ইমরুল কায়েস (১৭৪ ইনিংসে ২২ বার), চতুর্থ অবস্থানে তামিম ইকবাল (২৮০ ইনিংসে ২০ বার) এবং পঞ্চম স্থানে আছেন মুশফিকুর রহিম (২৬৫ ইনিংসে ১৯ বার)।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির হিসাবেও সৌম্য সরকার এগিয়ে— ৮৬ ইনিংসে ১৩ বার শূন্য রানে আউট হয়ে এই সংস্করণে বাংলাদেশের শীর্ষে। সাকিব ১২৭ ইনিংসে ৯ বার ‘ডাক’ মেরেছেন, আর মুশফিক ৯৩ ইনিংসে আউট হয়েছেন ৮ বার শূন্য রানে।

তিন সংস্করণ মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশিবার শূন্য রানে আউট হওয়ার রেকর্ড অবশ্য তামিম ইকবালের। ৪৪৮ আন্তর্জাতিক ম্যাচে ৩৬ বার শূন্য রানে সাজঘরে ফিরেছেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার বিশ্ব রেকর্ডটি রয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার সুনীল নারাইনের দখলে— ৩৫৮ ইনিংসে ৪৮ বার। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (২৮২ ইনিংসে ৪৫ বার), আর তৃতীয় স্থানে ইংল্যান্ডের ওপেনার অ্যালেক্স হেলস (৪৯২ ইনিংসে ৪৪ বার)।

কমপক্ষে ৩০ বার শূন্য রানে আউট হয়েছেন এমন ব্যাটসম্যান আছেন অন্তত ১২ জন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে শুধু সাকিব ও সৌম্যই আছেন এই তালিকায়।

রেকর্ড মানেই যে গৌরবের নয়, তার প্রমাণ এই পরিসংখ্যান। দীর্ঘ ক্যারিয়ারে কখনো কখনো এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডও যোগ হয়, যা হয়তো নিজেও চান না একজন কিংবদন্তি ক্রিকেটার।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪