weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৬৬% , বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ধানমন্ডিতে যুবককে কোপানোর ভিডিও ভাইরাল

প্রকাশ : ২০-০৫-২০২৫ ১২:০৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ধানমন্ডিতে সাইফ হোসেন মুন্না নামের এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাটি ঘটেছে গত রবিবার (১৮ মে) রাত সাড়ে ১১টার দিকে, সেন্ট্রাল রোডের ‘ভূতের গলি’ এলাকায়। ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

পুলিশ ও সিসিটিভি ফুটেজ সূত্রে জানা যায়, সাইফ হোসেন মুন্না রাতে কাজ শেষে বাসায় ফিরছিলেন। পথে এক ব্যক্তি তার গতিরোধ করেন। এরপর মোটরসাইকেলে আরো দুই ব্যক্তি এসে যোগ দেন এবং কিছুক্ষণ পর আরেক মোটরসাইকেলে আরো একজন ঘটনাস্থলে উপস্থিত হন।

একপর্যায়ে একজন যুবক সাইফকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এরপর কালো পাঞ্জাবি ও হেলমেট পরা এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে মুন্না দৌড় দেওয়ার চেষ্টা করলেও অন্য হামলাকারীরা তাকে ঘিরে ফেলে মারধর করে। হামলার পর তারা মুন্নাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

জানা যায়, ধারালো অস্ত্রের আঘাতে সাইফের হাত ও পায়ে গভীর জখম হয়। তার শরীরে একাধিক কোপের চিহ্ন রয়েছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

সাইফ হোসেন মুন্না কলাবাগান ওয়ার্ড বিএনপির কর্মী। যদিও এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ বলেন, এটি এলাকায় চাঁদাবাজি সংক্রান্ত বিরোধের জের হতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। মামলা হলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু নাইজেরিয়ায় নৌকা ডুবে ৬০ জনের মৃত্যু ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল ২১ আগস্ট গ্রেনেড হামলা: তারেক-বাবরসহ সব আসামির খালাসের রায় বহাল গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে গাজীপুরে কাঁচাবাজারে আগুন, দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি আগামী সরকারের মন্ত্রীদের জন্য অন্তর্বর্তী সরকার কিনছে গাড়ি ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ায় গায়ে ধাক্কা লাগা নিয়ে সংঘর্ষ, আহত ৩০