weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একাউন্টে ৪২ কোটি টাকার অসঙ্গতি

প্রকাশ : ২৯-০১-২০২৫ ১৮:০০

ছবি- সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

বুধবার (২৯ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এই মামলা দায়ের করেন।

এজাহারে উল্লেখ করা হয়, সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুর আয়ের উৎসের সাথে ৫ কোটি ৪১ লাখ ২০ হাজার ১২৫ টাকার অসঙ্গতি রয়েছে। এছাড়াও ১৬টি ব্যাংক একাউন্টের মাধ্যমে ৪১ কোটি ৯৩ লাখ ২৫ হাজার ৭০২ টাকার অস্বাভাবিক লেনদেন করা হয়েছে। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের বিরুদ্ধেও ২ কোটি ২ লাখ ৪১ হাজার ৪০৪ টাকার সম্পদ ও ৮ কোটি ৪৫ লাখ ৬১ হাজার ২৭৮ টাকার অস্বাভাবিক লেনদেনের জন্য মামলা করেছে দুদক।

উল্লেখ্য, রাজধানীর উত্তরা থেকে গত ১১ নভেম্বর ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় বেশ কয়েকটি মামলার আসামি তিনি।

ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর পৈতৃক বাড়ি বরগুনা সদর উপজেলার গভ. হাইস্কুল সড়ক এলাকায়। তিনি পেশায় আইনজীবী হলেও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন।


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি