weather ২৪.৯৯ o সে. আদ্রতা ৭৩% , মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নববর্ষের মোটিফে আগুন, দুর্বৃত্ত শনাক্ত : ডিএমপি কমিশনার

প্রকাশ : ১৩-০৪-২০২৫ ১৬:৩৮

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, চারুকলায় নববর্ষের আনন্দ শোভাযাত্রা উপলক্ষে নির্মিত স্বৈরাচারের মুখাবয়ব মোটিফে আগুন দেওয়ার ঘটনায় দুর্বৃত্তকে চিহ্নিত করা হয়েছে। আগামীকাল আনন্দ শোভাযাত্রার আগেই আপনারা সুসংবাদ পাবেন বলে আশা করছি।

রবিবার (১৩ এপ্রিল) রাজধানীর রমনা বটমূলে ‘পহেলা বৈশাখ উপলক্ষে ডিএমপির নিরাপত্তা পরিকল্পনা ও মহড়া’ প্রসঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

পহেলা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তার ঝুঁকি আশঙ্কা আছে কি না- জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, কোনো নিরাপত্তাঝুঁকি নেই। ডিএমপির ১৮ হাজার ফোর্স কাজ করবে। পাশাপাশি র্যাশব, সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা ও সিসিটিসি কাজ করছে। আমাদের কোনো ঝুঁকির কথা জানানো হয়নি।

চারুকলায় মোটিফে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতি ছিল কি না- জানতে চাইলে শেখ মো. সাজ্জাত আলী বলেন, এটা আমরা তদন্ত করছি। মামলা চলমান রয়েছে। তাই এই বিষয়ে এখনই কিছু বলতে চাই না। আসামি গ্রেপ্তারের পর বিস্তারিত বলবো।

এ সময় তিনি আনন্দ শোভাযাত্রায় ব্যবহৃত রুট ও কোন কোন স্থান থেকে আনন্দ শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে সেসব বিষয় তুলে ধরেন। এছাড়া কোন সড়ক ব্যবহার করে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হবে সে বিষয়টিও জানান তিনি।



পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আমাকে হয়রানির জন্য উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হচ্ছে: টিউলিপ আমাকে হয়রানির জন্য উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার হচ্ছে: টিউলিপ ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় আসছেন ট্রাম্পের ২ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী বুধবার ঢাকায় আসছেন নোবেলজয়ী লেখক মারিও বার্গাস ইয়োসা আর নেই নোবেলজয়ী লেখক মারিও বার্গাস ইয়োসা আর নেই যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৪ যুদ্ধবিরতি আলোচনার মধ্যে রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ৩৪ ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান শেষ, গাজায় নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা