weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বুধবার, ২ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ট্যাংকার ট্রাক বিস্ফোরণে নিহত ৮৬

প্রকাশ : ২০-০১-২০২৫ ১১:২২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার দেশ নাইজেরিয়ার গ্যাসোলিনে পরিপূর্ণ একটি ট্যাংকার ট্রাক বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছেন এবং ৫৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। রবিবার দেশটির উত্তরাঞ্চলীয় প্রদেশ নাইজারের সুলেজা এলাকায় এ দুর্ঘটনা হয়।

প্রত্যক্ষদর্শী এবং জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তর সূত্রে জানা গেছে, জেনারেটরের মাধ্যমে একটি ট্যাংকার ট্রাক থেকে অপর একটি ট্রাকে গ্যাসোলিন স্থানান্তরের সময় এই বিস্ফোরণ হয়। এতে দুই ট্রাকের কর্মী, তেল স্থানান্তর কর্মী এবং বেশ কয়েকজন পথচারী ঘটনাস্থলেই নিহত হন।

জরুরি পরিস্থিতি মোকাবিলা দপ্তরের কর্মকর্তা হুসাইনি ইশা মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেন, ‘গ্যাসোলিন স্থানান্তরের সময় ঘটনাস্থলে মোটামুটি ভিড় ছিল। বহু মানুষ পুড়ে ছাই হয়ে গেছেন। এ কারণে কত জন নিহত হয়েছেন— তা নির্দিষ্টভাবে নির্ণয় করা খুবই কঠিন। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি ৮৬ জন নিহত হয়েছেন। তবে এই সংখ্যা আরো বেশিও হতে পারে।’

আহতদের নিকটবর্তী তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ইশা। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু ২০২৩ সালের মে মাসে ক্ষমতায় আসার পর জ্বালানি তেল ও গ্যাসের ওপর থেকে যাবতীয় ভর্তুকি প্রত্যাহারের নির্দেশ দেন। তার এই নির্দেশের জেরে পশ্চিম আফ্রিকার সবচেয়ে জনবহুল এই দেশটিতে জ্বালানির দাম ৪০০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।

ফলে দেশটিতে জ্বালানি চুরির হারও বাড়ছে। রবিবারের ঘটনায় যারা হতাহত হয়েছেন, তাদের একটি অংশ জ্বালানি চুরির উদ্দেশে ওই ট্যাংকার ট্রাকের কাছে জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। 
এর আগে গত অক্টোবরে নাইজেরিয়ার জিগাওয়া রাজ্যে এক ভয়াবহ ট্যাংকার বিস্ফোরণে ১৪৭ জন নিহত হয়েছিলেন। 

 পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দিতে ৮৬ বার সময় নিল সিআইডি রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দিতে ৮৬ বার সময় নিল সিআইডি নয় কোটি টাকার সরকারি অনুদান পেল ৩২ ছবি নয় কোটি টাকার সরকারি অনুদান পেল ৩২ ছবি পুত্রবধূকে সিনেট নির্বাচনে প্রার্থী মনোনীত করলেন ট্রাম্প পুত্রবধূকে সিনেট নির্বাচনে প্রার্থী মনোনীত করলেন ট্রাম্প পটিয়া থানা ঘেরাও বৈষম্যবিরোধীদের, ওসির অপসারণ দাবি পটিয়া থানা ঘেরাও বৈষম্যবিরোধীদের, ওসির অপসারণ দাবি জুনে সড়কে প্রতিদিন গড়ে ২৩ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন জুনে সড়কে প্রতিদিন গড়ে ২৩ প্রাণহানি: রোড সেফটি ফাউন্ডেশন