weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬২% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় ভারি বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় মৃত্যু বেড়ে ১১৭

প্রকাশ : ৩১-০৫-২০২৫ ১১:১৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
নাইজেরিয়ার নাইজার রাজ্যে ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যায় হাজারো ঘরবাড়ি ধ্বংস হওয়ার পাশাপাশি অন্তত ১১৭ জনের মৃত্যু হয়েছে বলে জরুরি ব্যবস্থাপনা সংস্থার এক কর্মী জানিয়েছেন। বুধবার (২৮ মে) রাতের ভারি বৃষ্টি ও তার ফলে সৃষ্ট বন্যায় এসব মৃত্যু হলো।

নাইজারের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান ইব্রাহিম হুসেইনি জানান, তাদের উত্তর-মধ্যাঞ্চলীয় রাজ্যের দুটি এলাকার তিন হাজারের মতো ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। এখনো কয়েকজন নিখোঁজ।

এপ্রিল থেকে শুরু হওয়া বর্ষাকালে নাইজেরিয়ায় প্রায়ই বন্যা দেখা যায়, বলছে বার্তা সংস্থা রয়টার্স।

অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, খাল-বিল ও জলপথের উপর ঘরবাড়ি নির্মাণ এবং নর্দমায় আবর্জনা ফেলার কারণে আফ্রিকার এ দেশটি ঘন ঘন বন্যার কবলে পড়ে বলে ধারণা করা হয়। নাইজেরিয়ার আবহাওয়া বিভাগের (নাইমেট) আগে বুধবার থেকে শুক্রবারের মধ্যে দেশের ৩৬টি রাজ্যের মধ্যে অন্তত ১৫টি রাজ্যে আকস্মিক বন্যার ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছিল। এর মধ্যে নাইজারও ছিল।

সাম্প্রতিক দশকগুলোর মধ্যে গত বছরের বন্যায় দেশটি এক হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু দেখেছে; বাস্তুচ্যুতও হয়েছে প্রায় ১২ লাখ মানুষ। নাইজেরিয়ায় ২০২২ সালের বন্যায় ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল। বাস্তুচ্যুত হয়েছিলেন প্রায় ১৪ লাখ মানুষ, ধ্বংস হয়ে গিয়েছিল চার লাখ ৪০ হাজার হেক্টর কৃষিজমি।

কাছাকাছি এলাকার একটি বাঁধ ভেঙে পড়ায় পরিস্থিতির আরো অবনতি হয় বলে জানিয়েছে আল জাজিরা। বন্যায় এখনো বহু মানুষ পানিবন্দি। উদ্ধার কাজ চলছে। মৃতের সংখ্যা বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ পৃথক তিন সন্ত্রাসী হামলায় পাকিস্তানে নিহত ২৫ জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক জাবি ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮ বাস আটক ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত ব্রেন্ট ক্রিস্টেনসেন বাংলাদেশে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত মনোনীত