নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক দুই
প্রকাশ : ১৫-০৫-২০২৫ ১২:৩১

ছবি : সংগৃহীত
নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় ছুরিকাঘাতে শাহাদাত (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) রাত ১১টার দিকে জিমখানা সিটি পার্ক গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত নতুন জিমখানা এলাকার গিয়াসউদ্দিন মিয়ার ছেলে।
এই ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। শাহাদাতের বিরুদ্ধে আটটি মামলা রয়েছে। আটক দুই জন হলেন- ফাহিম ও ভেলকি।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাতে জিমখানা পার্ক গেটের সামনে কয়েকজন যুবকের সঙ্গে শাহাদাতের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নাছির আহমেদ বলেন, শাহাদাতকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহাদাত মাদক বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। মাদক ব্যবসাকে কেন্দ্র করে দ্বন্দ্ব থেকে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যার রহস্য উদ্ঘাটন ও অভিযুক্ত ব্যক্তিদের ধরতে অভিযান চলছে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাসিনুজ্জামান বলেন, রাতে মাদক ব্যবসার দ্বন্দ্বের জেরে শাহাদাতকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়। নিহত শাহাদাত একজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকসহ আটটি মামলা রয়েছে।
তিনি আরো বলেন, এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ফাহিম ও ভেলকি নামে দুজনকে আটক করেছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com