weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , রবিবার, ৩১ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিউইয়র্কের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে নিহত ৩

প্রকাশ : ১৮-০৮-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রুকলিন শহরের একটি বার ও রেস্তোরাঁয় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত নয়জন।

স্থানীয় সময় রবিবার (১৭ আগস্ট) ভোর সাড়ে তিনটায় ক্রাউন হাইটস এলাকার ৯০৩ ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’ বারে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিভিন্ন অস্ত্রের অন্তত ৪২টি খোসা উদ্ধার করেছে তদন্তকারীরা।

পুলিশের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ব্রুকলিনের ওই বারে চারজন গুলি চালায়। এতে তিনজন নিহত ও নয়জন আহত হন। গুলির ঘটনাটি আপাতদৃষ্টিতে ‘গ্যাং’ সম্পর্কিত হামলা বলে মনে করা হচ্ছে। এ সময় ওই বারে থাকা ক্রেতারা আত্মরক্ষার জন্য হুড়োহুড়ি করতে থাকেন। সেখান থেকে বেরিয়ে আসার জন্য দৌড়াতে থাকেন।

পুলিশ জানিয়েছে, ‘বিবাদ’ শুরু হওয়ার পর বন্দুকধারীরা ৯ মিলিমিটার এবং .৪৫- ক্যালিবারের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। ভুক্তভোগীদের মধ্যে কেউ কেউ এতে জড়িত থাকলেও সেখানে নিরপরাধ লোকও ছিলেন।

নিউইয়র্ক পুলিশ কমিশনার জেসিকা টিশ জানান, জাতীয় জরুরি নম্বরে (৯১১) কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একাধিক গুলিবিদ্ধ ব্যক্তিকে উদ্ধার করেছে। সেখানে নয়জন পুরুষ ও তিনজন মহিলা গুলিবিদ্ধ হয়েছেন, যাদের বয়স ১৯ থেকে ৬১ বছরের মধ্যে। নিহত তিনজনের বয়স যথাক্রমে ১৯, ২৭ ও ৩৫ বছর। ১৯ বছর বয়সী এক তরুণ ঘটনাস্থলেই মারা যান। অন্য দুজনকে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়। আহত নয়জনের অবস্থা আশঙ্কাজনক নয়।

পুলিশ কমিশনার টিশ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রেস্তোরাঁর ভেতরে কোনো বিরোধ থেকে এ গুলির ঘটনা ঘটে। ‌এটি গ্যাং-সংঘর্ষের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস বলেন, কয়েক সপ্তাহের মধ্যে এটি শহরে দ্বিতীয় গুলির ঘটনা। গত মাসে ম্যানহাটনে আরেক হামলায় চারজন নিহত হয়েছিলেন যার মধ্যে নিউইয়র্ক পুলিশের সদস্য ছিলেন একজন। তিনি জানান, এ ধরনের হামলা পুরো শহরের বাসিন্দাদের আতঙ্কিত করে। আমরা ইতোমধ্যে রাস্তাঘাট থেকে ২২ হাজারের বেশি অবৈধ অস্ত্র সরিয়ে নিয়েছি। চলতি বছরের প্রথম সাত মাসে নিউইয়র্কে গুলি চালানোর ঘটনা ও গুলিবিদ্ধ মানুষের সংখ্যা রেকর্ড করা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল