weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৩৮% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ৫ দিনেও সন্ধান মেলেনি তাজিমের

প্রকাশ : ২০-০১-২০২৫ ১৮:০১

বরিশাল প্রতিনিধি
নিখোঁজের পাঁচদিনেও সন্ধান মেলেনি বরিশালের আগৈলঝাড়ায় তাজিম আহম্মেদ (আবু বক্করে’র)। তাজিম আহম্মেদ সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির স্কুলছাত্র । এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাঁচ দিনেও তাজিম আহম্মেদকে খুঁজে না পেয়ে তার পরিবার ও আত্মীয়-স্বজন কান্নায় ভেঙে পড়েছে। 

এর আগে, গত ১৬ জানুয়ারি সকালে স্কুলের উদ্দেশে বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয় তাজিম। সে উপজেলার পয়সাহাটের ব্যবসায়ী ও পয়সা গ্রামের ফায়েকউজ্জামান ঘরামীর ছেলে। সেদিন বিকেলে তাজিম বাড়ি ফিরে না আসায় তার পিতা ফায়েকউজ্জামান সম্ভব্য সব স্থানে খোঁজাখুজি করে না পেয়ে এলাকায় মাইকিং করেন। 

এরপর ওই বিদ্যালয়ের শিক্ষক উত্তম কুমার বাড়ৈ ও তার বন্ধু মো. জহিরুল হককে নিয়ে নিখোঁজ তাজিমকে খুঁজতে পশ্চিম বাগধা গ্রামে তাজিমের নানা দেলোয়ার মিয়ার বাড়িতে যান। সেখানেও শিশুটির সন্ধান মেলেনি। ওই দিন রাতেই পিতা ফায়েকউজ্জামান বাদী হয়ে আগৈলঝাড়ায় থানায় সাধারণ ডায়েরি করেন। 

এ ঘটনায় সরকারি পয়সা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক উত্তম কুমার বাড়ৈ বলেন, আমার বিদ্যালয়ের ছাত্র তাজিম আহম্মেদ ওই দিন ক্লাস শুরুর পূর্বে বিদ্যালয় মাঠে তাকে দেখা গেছে। সে ক্লাস করেনি, তার হাজিরা খাতায় উপস্থিতি নেই। 
তাজিম আহম্মেদের মা মীম বেগম বলেন, ১৬ জানুয়ারি সকালে তাজিমকে নাস্তা খেতে দিয়ে আমি সংসারের অন্য কাজ করছিলাম। সে নাস্তা খেয়ে স্কুল ব্যাগ নিয়ে বের হয়ে য়ায়। বিকাল ৩টায় বাড়িতে ফিরে না আসায় ওর বাবাকে ফোন করে বিষয়টি জানাই। 

তানজিমের বাবা ফায়েকউজ্জামান বলেন, আমি স্ত্রীর ফোন পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষক উত্তমকে ফোন দেই। সকালে তাজিমকে স্কুল মাঠে দেখেছি। এরপর খুঁজতেও বের হই। কিন্তু সন্ধান মেলেনি। 
এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বলেন, সরেজমিনে গিয়ে নিখোঁজ তাজিমের পরিবার, স্কুলের শিক্ষক, নানা দেলোয়ার মিয়া ও এলাকাবাসীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলেছি। তাকে উদ্ধারের জন্য চেষ্টা অব্যাহত।  


পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ