weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নিপা ভাইরাসে এ বছর পাঁচ মৃত্যু

প্রকাশ : ১৯-১২-২০২৪ ১৬:১৩

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
চলতি বছর দেশে নিপা ভাইরাসে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন আইইডিসিসিআরের পরিচালক অধ্যাপক তাহমিনা শিরিন।
তিনি বলেন, এ বছর আক্রান্তদের সবাই মারা গেছেন।

তাদের মধ্যে দুজন শিশুসহ, একজন নারী ও চারজন পুরুষ; দুইজন মানিকগঞ্জের বাসিন্দা। বাকি তিনজনের বাড়ি খুলনা, শরীয়তপুর ও নওগাঁয়।
গত বছর নিপা ভাইরাসে আক্রন্ত হয়েছিলেন ১৩ জন; তাদের মধ্যে মারা যান ১০ জন।

বাংলাদেশে ২০০১ সালে মেহেরপুরে প্রথমবারের মতো নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। নিপা আক্রান্ত ব্যক্তি সুস্থ হলেও পরে গুরুতর স্নায়বিক জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। গর্ভবতী নারীদের গর্ভাবস্থার শেষ দিকে এই জটিলতা আরো খারাপ হয়।

২০০৪ সালে রোগটি বাড়তে থাকে ও মৃত্যুর ব্যাপকতা দেখা দেয়। ওই বছর ৬৭ জন আক্রান্তের মধ্যে ৫০ জনের মৃত্যু হয়। সবচেয়ে বেশি রোগী শনাক্তদের মধ্যে ২০১৫ সালের পর থেকে ২০২৩ সালের মধ্যে।

শুরুর বছর থেকে চলতি বছর পর্যন্ত গত ২৩ বছরে ৩৪৩ জনের নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্য উঠে এসেছে সভায়।

আইইডিসিসিআরের পরিচালক শিরিন বলেন, খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমিত হয়। শীতকালে খেজুরের রস খাওয়ার সুযোগ থাকে। আর এই নিপা ভাইরাস এ কারণে এ সময়েই ছড়ায় বেশি।

নিপা একটি মারাত্মক রোগ সৃষ্টিকারী ভাইরাস জানিয়ে এই চিকিৎসক বলেন, নিপা ভাইরাসে আক্রান্ত প্রায় ৭১ শতাংশ রোগীই মারা যান।

এই ভাইরাসের সংক্রমণ মুক্ত থাকতে সবাইকে সচেতন থাকার কথা বলেছেন পরিচালক শিরিন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে ফের চবিতে সংঘর্ষ, প্রক্টরসহ আহত অনেকে নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক নুর ভালো আছেন, তবে ব্যথা আছে: হাসপাতাল পরিচালক এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা এ সরকারের সময়ে ঢাকায় ১২৩ সংগঠনের ১৬০৪ বার অবরোধ : স্বরাষ্ট্র উপদেষ্টা বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বাসর রাতে নববধূকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীসহ আটক ৭ বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তামিম ইকবাল