নির্বাচন যত দেরিতে হবে সমস্যা তত বাড়বে: ফখরুল
প্রকাশ : ২৭-১২-২০২৪ ১৪:০৫

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
সরকারি দপ্তরগুলোতে ফ্যাসিবাদীরা রয়ে গেছে মন্তব্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন যত দেরিতে হবে, সমস্যা তত বাড়বে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ‘ঐক্য, সংস্কার, নির্বাচন’ শীর্ষক সংলাপে যোগ দিয়ে তিনি এই কথা বলেন।
ফখরুল বলেন, ‘বিগত ১৬ বছরে বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা দেয়, সাত শতাধিক নেতাকর্মীকে গুম করে এবং ২০ হাজার মানুষকে হত্যা করে আওয়ামী লীগ।’
ক্ষমতার ভারসাম্য রাখার যেসব প্রস্তাবনা আসছে, বিএনপি আগেই এই রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রস্তাবনা দিয়েছে বলে জানান মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘বিএনপি প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন চায়। কারণ, গণতান্ত্রিক ব্যবস্থায় যাওয়ার প্রধান ফটক নির্বাচন।’ সংস্কার নিয়ে বিএনপির মহাসচিব বলেন, ‘সংস্কার কমিশনগুলো রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসলে ভালো হতো। তাহলে সংস্কার কাজ এগিয়ে যেত।’
একাত্তরকে মনে রাখার পরামর্শ দিয়ে ফখরুল বলেন, ‘একাত্তরকে ভুলে গেলে চলবে না। সেটি স্মরণ করেই সব গণতান্ত্রিক লড়াইকে মনে রাখতে হবে।’
মির্জা ফখরুল বলেন, আমাদের প্রধান সমস্যাটা কোথায়? আমাদের প্রধান সমস্যা এই দেশে কখনো গণতান্ত্রিক চর্চায় হয়নি। এখানে সংস্কৃতিই গড়ে উঠেনি। এখানে গণতান্ত্রিক একটা সংস্কৃতি যদি গড়ে না ওঠে তখন বারবার বলতে হবে যে আপনাকে এটি করতে হবে, ওটি করতে হবে। এটি ডেমোক্রেসি, এটি এভাবে করতে হবে। চর্চা ছাড়া এই জিনিসগুলো কিন্তু গড়ে উঠবে না।
তত্ত্বাবধায়ক সরকারের হাতে বিএনপি তিনটি নির্বাচন করেছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এর মধ্যে একটি নির্বাচন কিন্তু আরেকটি নির্বাচন থেকে ভালো হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার মানুষ গ্রহণ করেছে। মানুষ এটিকে অত্যন্ত জরুরি মনে করেছে। আমরা যদি তখন রাষ্ট্রপতি শাসনে চলে যেতাম তখন সেটি মানুষ কিন্তু গ্রহণ করতো না।
তিনি বলেন, জনগণকে বাদ দিয়ে কোনো কিছু করায় সম্ভব হবে না। জনগণকেই তৈরি করতে হবে আপনাকে। আজকের যে প্রক্রিয়াটি চলছে সেটিকে আমি স্বাগত জানাই।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com