weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নীলফামারীতে মোটরসাইকেলকে চাপা দিয়ে আধা কিমি নিয়ে গেল বাস, নিহত ২

প্রকাশ : ১৮-০৬-২০২৫ ১২:১৮

ছবি : সংগৃহীত

নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে বাস চাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (১৮ জুন) সকালে সৈয়দপুর-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর ইসলাম (৪৮) ও মাসুদ হোসেন (২৫)। তারা দুজনই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহতদের মধ্যে নূর ইসলাম ইটভাটায় নৈশপ্রহরীর কাজ করতেন এবং মাসুদ হোসেন ইটভাটায় ফায়ারম্যান হিসেবে নিযুক্ত ছিলেন। 

স্থানীয়রা জানান, তারা দুজন স্থানীয় একটি ইটভাটার কাজ শেষ করে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কলাবাগান এলাকায় শ্যামলী পরিবহন নামে একটি বাস পেছন থেকে মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। এসময় মোটরসাইকেলে থাকা নূর ইসলাম ও মাসুদ হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, বাস চাপায় দুজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ডাকসু নির্বাচন নিয়ে পোস্ট, সেই ওসি প্রত্যাহার ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ ভাঙ্গায় অবরোধ চলছে, ঢাকার সঙ্গে ২১ জেলার সড়ক যোগাযোগ বন্ধ কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কিরগিজস্তান থেকে দেশে ফিরেছেন ১৮০ বাংলাদেশি কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে মামা ও ভাগ্নে নিহত বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী বছরে ২০ হাজার আত্মহত্যা, ৩৫ শতাংশ কিশোরী