weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ২ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২

প্রকাশ : ১৬-০৪-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

নোয়াখালি প্রতিনিধি
নোয়াখালীর বেগমগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। নিহতরা হলেন— উপজেলার জিরতলী ইউনিয়নের ফাজিলপুর গ্রামের মো. সজিব হোসেন (১৮) ও কেন্দুরবাগ গ্রামের সাকিব হোসেন (২০)।

বুধবার (১৬ এপ্রিল) ভোর সোয়া চারটার দিকে উপজেলার নাজিরপুর গ্রামের নোয়াখালী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের জালালের গ্যারেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, বালুভর্তি একটি ট্রাক লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর চৌমুহনী পৌরসভা এলাকায় যাচ্ছিল। এ সময় দ্রুতগামী ট্রাকটি নোয়াখালী-লক্ষীপুর আঞ্চলিক মহাসড়কের নাজিরপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বালু ভর্তি ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ভোর পাঁচটার দিকে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় হেলপার সজিব ও চালকের বন্ধু সাকিবকে ট্রাক কেটে বের করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি রুহুল আমিন বলেন, এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান আছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন পহেলা বৈশাখের মোটিফ বানানো চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ব্যাখ্যা দিলেন সাকিব আন্দোলনের সময় সাফারি পার্কে ঘোরাঘুরির ব্যাখ্যা দিলেন সাকিব খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ খালেদা জিয়ার সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২ নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় নিহত ২ বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে দেশটির জনগণ: যুক্তরাষ্ট্র