weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

নৌকাবাইচে নেচে ভাইরাল ইন্দোনেশিয়ার কিশোর রায়ান

প্রকাশ : ২৬-০৮-২০২৫ ১৬:০৪

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোতে জনপ্রিয় একটি খেলা নৌকাবাইচ। সম্প্রতি এমনই এক বাইচে প্রতিযোগিতাকারী একটি নৌকার একদম সামনে দারুণ ভঙ্গিতে নেচে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইন্দোনেশিয়ার ১১ বছর বয়সী কিশোর রায়ান আরকান দিখার।

দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়ার সুমাত্রা প্রদেশের কুয়ানতান নদীতে সম্প্রতি ‘পাকু জালুর’ নামে ঐতিহ্যবাহী ওই নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। ওই বাইচের ২০ সেকেন্ডের একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়। সেখানে দেখা যায়, নৌকার মাঝিরা দ্রুতগতিতে দাঁড় বাইছেন। এর মধ্যে একটি নৌকার একদম সামনের অংশে দাঁড়িয়ে কালো পোশাক আর মুকুট পরা ছোট্ট শিশু বিচিত্র ভঙ্গিতে নেচে মাঝিদের উৎসাহিত করছে।

সুমাত্রান স্থানীয় সরকারের ওয়েবসাইট অনুযায়ী, পাকু জালুর বাইচের ইতিহাস ১৭ শতকের। সে সময় স্থানীয় বাসিন্দারা ‘জালুর’ নামের ঐতিহ্যবাহী কাঠের লম্বা নৌকা ব্যবহার করে পণ্য ও মানুষ পরিবহন করতেন। পরে এই নৌকাগুলো বাইচের জন্য ব্যবহৃত হতে শুরু করে। বর্তমানে প্রতিবছর আগস্ট মাসে এ প্রতিযোগিতা হয়।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্টেইট টাইমের এক প্রতিবেদনে জানানো হয়, রায়ানের নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর ইন্দোনেশিয়া পাকু জালুর প্রতিযোগিতা নিয়ে বিশ্বজুড়ে অনেকের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। এরই মধ্যে ভিডিওটি লাখ লাখ ভিউ পেয়েছে। ফর্মুলা ওয়ান রেসার অ্যালেক্স অ্যালবন এবং মোটোজিপি রেসার মার্ক মার্কেজের মতো ক্রীড়া তারকারা ভিডিওতে দেখানো নাচের মুদ্রাগুলো অনুকরণ করে পাল্টা ভিডিও পোস্ট করেছেন। ইন্দোনেশিয়ার সরকারি কর্মকর্তারা আশা করছেন, রায়ানের এই নাচের ভিডিও পাকু জালুর নিয়ে পর্যটকদের আগ্রহ বাড়াবে। তাদের আশা, বার্ষিক এই প্রতিযোগিতাটি আগামীবার অন্তত ১৫ লাখের বেশি দর্শককে আকর্ষণ করবে। যার মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যাও উল্লেখযোগ্য থাকবে।

জানা গেছে, এরই মধ্যে পাকু জালুর প্রতিযোগিতার কারণে ইন্দোনেশিয়ার স্থানীয় অর্থনীতিতে প্রভূত উন্নতি ঘটেছে। ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে এই প্রতিযোগিতাটি ১৪ লাখ দর্শককে আকর্ষণ করেছিল এবং এর মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে ২৫ লাখ মার্কিন ডলারের বেশি রাজস্ব আয় হয়েছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই