পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন
প্রকাশ : ১০-০৮-২০২৫ ১৬:৩৪

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ আট জেলের মধ্যে দু’জনের মরদেহ পতেঙ্গায় ভেসে এসেছে। ট্রলারডুবির ঘটনায় এখনো ছয় জেলে নিখোঁজ রয়েছেন।
শনিবার (৯ আগস্ট) বিকাল সাড়ে পাঁচটায় পতেঙ্গা ১৮ নম্বর ঘাট এলাকায় মরদেহ দুটি ভেসে আসতে দেখেন স্থানীয়রা। ভেসে আসা মরদেহ দুটি আজাদ ও ইদ্রিসের বলে শনাক্ত করেছেন তাদের সহকর্মীরা।
চট্টগ্রাম সদরঘাট নৌ-পুলিশের ওসি মোহাম্মদ আরিফ বলেন, বিকালে পতেঙ্গায় মরদেহ ভেসে আসার তথ্য পেয়ে তা উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিচয় শনাক্ত করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের কাজ চলছে।
বৃহস্পতিবার বঙ্গোপসাগরে ফিশিং বোটের ধাক্কায় ট্রলারডুবির ঘটনা ঘটে। নগরীর ফিশারিঘাট এলাকা থেকে ১৯ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হয় আনিকা নামের ট্রলারটি। বেলা ১২টার পর বঙ্গোপসাগরের পতেঙ্গা এলাকা পেরিয়ে গভীর সাগরের দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে একটি জাহাজের ধাক্কা লাগলে ট্রলারটি ডুবে যায়। পরে স্থানীয় একটি নৌযানে উঠে ১১ জন বেঁচে ফিরলেও আটজন নিখোঁজ থাকেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com