weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পদ্মায় জেলের জালে বিশাল ঢাঁই মাছ, লাখ টাকায় বিক্রি

প্রকাশ : ১১-০৯-২০২৫ ১৫:১৩

ছবি : সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকালে একটি ঢাঁই মাছ বিক্রি হয়েছে এক লাখ আট হাজার ৫০০ টাকায়। বিলুপ্তপ্রায় এই ঢাঁই মাছটির ওজন ছিল প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম। ভোরের দিকে দৌলতদিয়া ফেরিঘাটের অদূরে জেলেদের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় কয়েকজন মৎস্যজীবী বলেন, মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে জীবন হালদার আরো লেদের সঙ্গে মাছ ধরতে বুধবার রাতে পদ্মা নদীতে যান। দৌলতদিয়া ফেরিঘাট থেকে প্রায় ছয় কিলোমিটার ভাটিতে তারা জাল ফেলেন। আজ ভোর পাঁচটার দিকে তাদের জালে তীব্র ঝাঁকুনি হলে তারা বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। পরে জাল গুটিয়ে নৌকায় তুলে দেখতে পান বিশাল আকারের একটি ঢাঁই মাছ। সকালে তারা বিক্রির জন্য নিয়ে আসেন দৌলতদিয়া ফেরিঘাটে।

স্থানীয় আনোয়ার হোসেন খান ওরফে আনু খাঁর আড়তে মাছটি তোলা হয়। এ সময় ওজন দিয়ে দেখা যায়, মাছটির ওজন প্রায় ২২ কেজি ৬০০ গ্রাম। পরে বিক্রির জন্য নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ মাছটি কেনেন। দাম পড়ে এক লাখ চার হাজার টাকা। তিনি বলেন, অনেকেই পদ্মা নদীর এত বড় ঢাঁই মাছ আগে দেখেননি। এ কারণে মাছটি একনজর দেখতে অনেকে ভিড় করেন।

গোয়ালন্দ বাজারের গাড়িচালক সোহানুর রহমান বড় ঢাঁই মাছের কথা শুনে দ্রুত গাড়ি নিয়ে মাছ দেখতে যান। তিনি বলেন, ‘এই ঘাট দিয়ে প্রতিদিন আসা-যাওয়া করি। প্রতিদিন পদ্মা নদীর অনেক মাছ বেচাকেনা করতে দেখি। মাঝেমধ্যে ঢাঁই মাছও দেখা যায়। কিন্তু কোনো দিন এত বড় ঢাঁই মাছ দেখিনি।’

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, ‘জীবনে এত বড় ঢাঁই মাছ কখনো দেখিনি।’ এর সঙ্গে তিনি যোগ করেন, মাছটি বিক্রির জন্য তিনি ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন পরিচিত ব্যক্তিদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করতে থাকেন। নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা কানাডাপ্রবাসী জাহিদুল ইসলাম মাছটি কেনার আগ্রহ প্রকাশ করেন। তিনি এক লাখ আট হাজার টাকায় ঢাঁই মাছটি কিনে নেন।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মার এ ধরনের বড় আকারের ঢাঁই মাছ খুবই বিরল। সাধারণত এত বড় ঢাঁই মাছ খুবই কম দেখা যায়। এই মাছের দামও তুলনামূলক বেশি। এ ধরনের মাছ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেশ চাহিদা থাকে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা