weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তুলে বিপাকে কারিনা কাপুর

প্রকাশ : ২৯-০৪-২০২৫ ১৩:০৫

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর প্রতিবেশি, চিরবৈরি ও পরমাণু শক্তিধর ভারত ও পাকিস্তানের মাঝে উত্তেজনা বইছে।

ক্ষোভের আগুন জ্বলছে ভারতের শোবিজেও। ঠিক তখন পাকিস্তানি ফ্যাশন ডিজাইনারের সঙ্গে ছবি তোলায় মারাত্মক কটাক্ষের শিকার বলিউড তারকা কারিনা কাপুর। তাকে নেটিজেনরা ‘গাদ্দার, নির্লজ্জ’ বলতেও কুণ্ঠাবোধ করলেন না।

অবশ্য ওই জঙ্গি হামলার পর শোক জানিয়েছিলেন কারিনা কাপুর। কিন্তু এমন পরিবেশে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনার ফারাজ মান্নানের ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা দেওয়ায় বিপাকে পড়েছেন অভিনেত্রী।

কারিনা কাপুর বর্তমানে দুবাই অবস্থান করছেন। সেখানেই জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার ফারাজের সঙ্গে তার সাক্ষাৎ হয়। এরপর কারিনার সঙ্গে সাক্ষাতের মুহূর্ত ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়েননি ফারাজ। ফারাজ মান্নান ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি পোস্ট করে লেখেন- ‘উইদ দ্য ওজি’। আর সেই ছবি ভাইরাল হতেই কারিনার ওপর বেজায় চটেছেন নেটিজেনদের কেউ কেউ।

রবিবার মুম্বাই থেকে দুবাইয়ের উদ্দেশে রওনা হন কারিনা কাপুর। সম্প্রতি সেখানে একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছেন তিনি ও তার স্বামী সাইফ আলি খান। এ কারণেই গিয়েছিলেন কিনা, তা জানা যায়নি। তবে ভারতজুড়ে শোকের আবহে পাকিস্তানের ফ্যাশন ডিজাইনারের সঙ্গে একফ্রেমে ধরা দেওয়ায় কারিনার কাণ্ডজ্ঞান নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা।

কারিনার এ ছবি তোলার ঘটনায় কেউ বলছেন, ‘ভারত যেখানে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য তৈরি, সেখানে দুবাইতে পাকিস্তানি ডিজাইনারের সঙ্গে বিভোর কারিনা। কতটা নির্লজ্জ!’

আবার কারো মন্তব্য, ‘দেশকে রক্ষা করার দায়িত্ব কি শুধু সেনাদের? দেশের সম্মান রক্ষার্থে বলিউড তারকাদের কোনো দায়িত্ব নেই?’ অন্যদিকে কেউ বা আবার লিখেছেন ‘গাদ্দার’।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪