weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচ সেনা সদস্য নিহত

প্রকাশ : ১৬-০৯-২০২৫ ১৬:০৯

নিহত ক্যাপ্টেন ওয়াকার আহমদ, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর ক্লিয়ারেন্স অভিযান চলাকালে ল্যান্ডমাইন বিস্ফোরণে পাঁচজন সেনা নিহত হয়েছেন। অভিযানে ‘ভারত-সমর্থিত’ পাঁচ সন্ত্রাসীও নিহত হয়েছেন।  খবর সামা টিভির। 

সোমবার (১৫ সেপ্টেম্বর) কেচ জেলার শেরবান্দি এলাকায় এ ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে।  

আইএসপিআর জানায়, শেরবান্দি এলাকায় সন্ত্রাসী আস্তানা উচ্ছেদে নিরাপত্তা বাহিনী ক্লিয়ারেন্স অভিযান চালাচ্ছিল। এ সময় একটি ল্যান্ডমাইন বিস্ফোরণে সেনাবাহিনীর গাড়ি আঘাতপ্রাপ্ত হয়, এতে পাঁচজন সেনা নিহত হন। 

নিহত সেনারা হলেন- ক্যাপ্টেন ওয়াকার আহমদ (লোরালাই), নায়েক আসমাতুল্লাহ (ডেরা গাজী খান), ল্যান্স নায়েক জুনায়েদ আহমদ (সুক্কুর), ল্যান্স নায়েক খান মোহাম্মদ (মারদান),  সিপাহী মোহাম্মদ জাহুর (সোয়াবি)। 

আইএসপিআর বলেছে, পাকিস্তানের সাহসী অফিসার ও সেনাদের ত্যাগ দেশ থেকে সন্ত্রাস নির্মূলের দৃঢ় সংকল্পকে আরো শক্তিশালী করে।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ভারতপৃষ্ঠপোষক সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনী জাতির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

গত এক সপ্তাহেই খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন সামরিক অভিযানে অন্তত ১৯ জন সেনা নিহত হয়েছেন। এর মধ্যে খাইবার পাখতুনখোয়ার লালকিলা মাইদান এলাকায় ‘ভারত সমর্থিত সন্ত্রাসী’দের সঙ্গে বন্দুকযুদ্ধে সাতজন সেনা সদস্য নিহত হন। নিরাপত্তা বাহিনী সেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালাচ্ছিল।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই