weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুরানা পল্টনে ভবনের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশ : ০৭-০১-২০২৫ ১১:৫৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর পুরানা পল্টনে চারতলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। আজ সকালে আগুন লাগে। আগুন পুরোপুরি নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিস। 

ফায়ার সার্ভিস জানায়, সকাল সোয়া ৯টার দিকে পুরানা পল্টনের মানিকগঞ্জ হাউস নামের চারতলা ভবনের দোতলায় আগুন লাগে। ভবনে একটি ল চেম্বার আছে, সেখানেই আগুন লাগে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, সকাল ৯টা ১৭ মিনিটে আমরা আগুন লাগার কথা জানতে পারি। সাত মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা চলে যান।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, আগুন নেভাতে ছয়টি ইউনিট কাজ করে। সকাল সাড়ে ১০টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ সম্পর্কে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

এদিকে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদর দপ্তরে থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর পুরানা পল্টনে মানিকগঞ্জ ভবনে আগুনের ঘটনায় উদ্ধার সহায়তায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধ করা যাচ্ছে না রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ রাজবাড়ীর গোয়ালন্দে কবর থেকে তুলে পোড়ানো হলো ‘নুরাল পাগলা’র লাশ হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র হাতকড়া-শিকল পরিয়ে আরো ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি গাজায় মানবিক সংকট দ্রুত শেষ করতে ৪ হাজার বিজ্ঞানীর বিবৃতি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি চড়া বাজারে ক্রেতাদের অস্বস্তি