weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুরোদমে চালু চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ১১:৫৭

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের অচলাবস্থা কেটেছে। ১৮ দিন বন্ধ থাকার পর পুরোপুরি চালু হয়েছে হাসপাতালটির সেবা কার্যক্রম।

শনিবার (১৪ জুন) সকাল থেকেই হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্টাফরা এসেছেন। পাশাপাশি সেবাপ্রার্থী ও তাদের স্বজনদের দেখা গেছে। আন্তরিকতার সঙ্গে সেবা দিতেও দেখা গেছে চিকিৎসা সংশ্লিষ্টদের।

হাসপাতালটির একজন চিকিৎসক বলেন, সকাল থেকে আমরা হাসপাতালে এসেছি। রোগীরাও আসছেন। সবাইকে চিকিৎসা দেওয়া হচ্ছে। যাদের প্রয়োজন ভর্তিও দেওয়া হচ্ছে।

এদিকে সরকার গঠিত বিশেষজ্ঞ কমিটি জুলাই অভ্যুত্থানে আহতদের ছাড়পত্র দিলেও ঈদের ছুটি শেষে তারা আবারও দু-একজন করে এই হাসপাতালে ফিরতে শুরু করেছেন। জুলাই আহতরা জানিয়েছেন, তারা এ হাসপাতাল থেকেই চিকিৎসা নিতে চান।

গত ২৮ মে হাসপাতালটিতে চিকিৎসাধীন জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে চিকিৎসক-নার্স-কর্মকর্তা-কর্মচারীদের সংঘর্ষের ঘটনায় সব ধরনের চিকিৎসাসেবা বন্ধ হয়ে পড়ে।

তবে গত ৪ জুন থেকে জরুরি বিভাগে সীমিত পরিসরে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছিল। এই কয়েক দিন হাসপাতালটিতে কোনো ধরনের রোগী ভর্তি কিংবা অপারেশন করা হয়নি। 

হাসপাতালটির ভারপ্রাপ্ত পরিচালক ডা. জানে আলম বলেন, আমরা আগেই ধীরে ধীরে সব সেবা চালু করার কথা জানিয়েছিলাম। বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসাসেবার টিকিট দেওয়া হয়েছে। আর চিকিৎসাসেবা দেওয়া হয়েছে দুপুর ১টা পর্যন্ত। শনিবার থেকে হাসপাতালে সব ধরনের চক্ষু সেবা চালু হবে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা ভোটে অংশগ্রহণ অপরাধ হলে বিএনপি-ইসলামী আন্দোলন অপরাধী: জাপা সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন সিলেটে স্কুলছাত্র সুমেল হত্যায় আটজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার রিয়াদের বাসা থেকে সোয়া ২ কোটি টাকার চেক উদ্ধার এক এনআইডির বিপরীতে ১০টি সিম ব্যবহার করা যাবে এক এনআইডির বিপরীতে ১০টি সিম ব্যবহার করা যাবে দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস দণ্ডাদেশের রায় বাতিল, ব্রাহ্মণবাড়িয়ার মোবারক খালাস