weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৪৫% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

পোপ ফ্রান্সিস পদত্যাগ করতে পারেন

প্রকাশ : ২২-০২-২০২৫ ১২:০৯

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
বয়সের ভারে ন্যুব্জ। শরীর ঠিকমতো চলছে না। বার্ধক্যজনিত নানা রোগের কারণে প্রায়শই অসুস্থ হয়ে ভর্তি হতে হচ্ছে হাসপাতালে। এভাবে আর বেশিদিন দায়িত্ব সামলাতে রাজি নন রোমান ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করতে পারেন তিনি।

দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়, তার পদত্যাগের বিষয়টি জানিয়েছেন পোপের ঘনিষ্ঠ কয়েকজন কার্ডিনাল। তারা বলেছেন, যদি পোপের স্বাস্থ্যের অবনতি হয়, সে ক্ষেত্রে তিনি পদত্যাগ করতে পারেন। পোপ ফ্রান্সিস এখন হাসপাতালে রয়েছেন।

৮৮ বছর বয়সী ধর্মগুরুকে শ্বাসনালির প্রদাহ ব্রংকাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ ফেব্রুয়ারি ইতালির রোমে অগস্টিনো জেমেল্লি ইউনিভার্সিটি পলিক্লিনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েক দিন ধরে ব্রংকাইটিসের লক্ষণ ছিল পোপের। গত সোমবার ভ্যাটিকান এক বিবৃতিতে জানায়, পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে। যত দিন প্রয়োজন, তত দিন হাসপাতালে থাকবেন তিনি।

বিবৃতিতে আরো বলা হয়, পোপের শ্বাসনালিতে একাধিক জীবাণু সংক্রমণ (পলিমাইক্রোবিয়াল ইনফেকশন) হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। ভ্যাটিকান আরো জানায়, স্থিতিশীল অবস্থায় পোপের নির্ধারিত চিকিৎসা চলছে।

ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে সুস্থ আছেন। হাসপাতালে তিনি কিছু কাজ ও পড়াশোনা করছেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছেন।

এরপর গত বৃহস্পতিবার এক বিবৃতি ভ্যাটিকান জানায়, পোপের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। এই মুহূর্তে তার জ্বর নেই।


পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ তুললেন ড. ইউনূস সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার