weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা হতাশ ও ক্ষুব্ধ, পদত্যাগের চিন্তা

প্রকাশ : ২৩-০৫-২০২৫ ১১:৩৫

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশের চলমান রাজনৈতিক অস্থিরতা ও প্রশাসনিক অসহযোগিতার প্রেক্ষিতে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। কাজ করার উপযুক্ত পরিবেশ না থাকলে তার পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

বৃহস্পতিবার (২২ মে) উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় অধ্যাপক ইউনূস এই হতাশা ব্যক্ত করেন। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা ও সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। আলোচনায় তিনি বলেন, যদি কাজ করতে না পারি, তাহলে আমি কেন থাকব? তিনি আরো জানান, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি নিয়েও সন্তোষজনক অগ্রগতি হয়নি।

বৈঠক শেষে সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। পরে তিনি বিবিসি বাংলাকে জানান, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করছেন। ইউনূস নাকি বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যেভাবে আন্দোলন হচ্ছে, যেভাবে আমাকে জিম্মি করা হচ্ছে, তাহলে এই অবস্থায় কাজ করা সম্ভব নয়।

নাহিদ ইসলাম জানান, তিনি প্রধান উপদেষ্টাকে অনুরোধ করেছেন যেন তিনি এখনই পদত্যাগের সিদ্ধান্ত না নেন। দেশের চলমান গণআন্দোলন, জাতীয় নিরাপত্তা ও ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে দায়িত্বে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বৈঠকে অধ্যাপক ইউনূস উদ্বেগ প্রকাশ করেন। একপর্যায়ে প্রধান উপদেষ্টা বলেন, আরেকটি অন্তর্বর্তী সরকার গঠন করেন। বর্তমান পরিস্থিতিতে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা কঠিন হয়ে পড়ছে। যদি সহিংসতা বা ব্যালট ছিনতাইয়ের মতো ঘটনা ঘটে, তাহলে পুলিশ বা প্রশাসন তা রোধ করতে পারবে কিনা, সে নিয়েও তিনি সংশয় প্রকাশ করেন।

তিনি পরামর্শ দিয়েছেন, এই অসহযোগিতা ও সংকট সম্পর্কে জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে জনগণকে অবহিত করা দরকার। এ বিষয়ে একটি খসড়া ভাষণ তৈরি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা আরো পাঁচদিন বৃষ্টির শঙ্কা, কমবে দিনের তাপমাত্রা রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ রাজধানীর শ্যামলীতে ছিনতাই: চাপাতি-বাইকসহ গ্রেপ্তার ৩ উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন উদীচী সভাপতি বদিউর রহমান মারা গেছেন ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু ইরাকের শপিংমলে ভয়াবহ আগুনে ৫০ জনের মৃত্যু থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪