weather ৩৩.৯৯ o সে. আদ্রতা ৩৬% , বৃহস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

প্রাথমিকে নিয়োগপ্রত্যাশীদের আন্দোলনে পুলিশের বাধা, জলকামান ব্যবহার

প্রকাশ : ১৬-০২-২০২৫ ১৮:৩৬

ছবি, সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের পর থেকে নিয়োগ ফিরে পাওয়ার দাবিতে মহাসমাবেশ থেকে পদযাত্রা কর্মসূচি শুরু করেছেন আন্দোলনরতরা। মহাসমাবেশ শেষে সচিবালয়মুখী পদযাত্রা কর্মসূচিতে আন্দোলনরত শিক্ষকদের বাধা দিয়েছে পুলিশ। এ সময় পুলিশ জলকামান ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে আন্দোলনরতরা পদযাত্রা শুরু করেন। 

এ সময় তারা শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি হয়ে সচিবালয়ে যাওয়ার সময় আব্দুল গণি রোডে বিদ্যুৎ ভবনের সামনে পুলিশ প্রথমে তাদের আটকে দেয়। বিকাল ৪টার কিছু আগে আন্দোলনকারীদের ওপরে জলকামান ব্যবহার করে পুলিশ। সর্বশেষ খবর অনুযায়ী আন্দোলনকারীরা সেখানেই অবস্থান করছেন।

আন্দোলনকারীরা জানিয়েছেন, টানা ১১ দিন ধরে তারা রাজপথে অবস্থান করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। যৌক্তিক আন্দোলনে তিন দিন পুলিশ বলপ্রয়োগ করেছে। সর্বশেষ গত বৃহস্পতিবারও তাদের ওপর জলকামান নিক্ষেপ করার পাশাপাশি লাঠিপেটা করেছে পুলিশ। গত ৯ ফেব্রুয়ারি পুলিশ তাদের ওপর জলকামান, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ছত্রভঙ্গ করেছিল। ওই দিন পুলিশ আন্দোলনকারীদের লাঠিপেটাও করে।

এর আগে বুধবার রাজধানীর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সামনে আন্দোলন করেন সহকারী শিক্ষক পদে নিয়োগবঞ্চিত ব্যক্তিরা। পরে গত বৃহস্পতিবার আন্দোলনের অংশ হিসেবে শাহবাগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পুলিশ জলকামান ব্যবহার করে শাহবাগ থেকে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারী এক শিক্ষক বলেন, আমরা ন্যায্য দাবি নিয়ে এখানে এসেছি। সরকার আমাদের আশ্বাস দিলেও বাস্তবায়ন করছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জন-ভোগান্তি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের বাধা দেওয়া হয়েছে। আন্দোলনকারীরা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন,  এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে।

প্রসঙ্গত, তিন ধাপে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। প্রথম ও দ্বিতীয় ধাপের চূড়ান্ত নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে। কিন্তু তৃতীয় ধাপ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। ২০২৩ সালের ১৪ জুন তৃতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। লিখিত-মৌখিক পরীক্ষা শেষে গত বছরের ৩১ অক্টোবর ফলাফল প্রকাশিত হয়। এতে ৬ হাজার ৫৩১ জন উত্তীর্ণ হন। নিয়োগবঞ্চিত কয়েকজন রিট করলে ৬ হাজার ৫৩১ জনের নিয়োগ কার্যক্রম ৬ মাসের জন্য স্থগিত করা হয়। পরে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট তাদের নিয়োগ কার্যক্রম বাতিল করে রায় দেন।



পিপলসনিউজ/এসসি 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ