প্রেমের টানে চীনা যুবক ব্রাহ্মণবাড়িয়ায়, আদালতে আজ বিয়ে
প্রকাশ : ০২-১১-২০২৫ ১১:৩০
ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
অ্যাপের সূত্র ধরে এক তরুণীর সঙ্গে পরিচয় থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠার দেড় মাসের মাথায় চীন থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এসেছেন এক যুবক। প্রণয়কে তারা পরিণতি দিতে চান; করতে চান বিয়ে।
চীনা যুবক ওয়াং তাও এবং সুরমা আক্তার আজ রবিবা (২ নভেম্বর) নাসিরনগরে পারিবারিকভাবে বিয়ে করবেন। এজন্য আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়ার কথা বলেছেন কনের পরিবাররে সদস্যরা।
নাসিরনগরের ওই গ্রামে চীনা যুবক ওয়াংয়ের আসার বিষয়টি আলোচনা তৈরি করেছে।
কুন্ডা ইউনিয়নের বাসিন্দা সুরমা আক্তার উপজেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। ওয়াং তাওয়ের বাড়ি চীনা হোয়ানান প্রদেশে । তার পিতার নাম ওয়াং ইচাং চাও।
মাস দেড়েক আগে ওয়াল টক অ্যাপের মাধ্যমে সুরমার সঙ্গে ওয়াং তাওয়ের পরিচয় হয়। সেই পরিচয় থেকে তাদের মধ্যে গড়ে ওঠে প্রথমে বন্ধুত্ব, পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে।
ওয়াং তাও শুক্রবার (৩১ অক্টোবর) রাতে ঢাকার হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সুরমার পরিবার বাড়িতে নিয়ে আসে।
সুরমা আক্তারের মা নুরেনা বলেন, রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতে মুসলিম রীতি মেনে সুরমাকে বিয়ে করবেন ওই যুবক। এতে দুই পরিবারের সম্মতি আছে।
পরিবারের সদস্যরা বলেন, দুই পরিবার তাদের বিয়ের বিষয়ে একমত হলে ওই চীনা যুবক বাংলাদেশ ও চীনের দূতাবাসের মাধ্যমে ঢাকায় আসেন।
শুক্রবার ওয়াং তাও সুরমার গামের বাড়ি কুণ্ডা ইউনিয়নে এলে অনেক মানুষ তাকে দেখতে আসেন। খবর পেয়ে নাসিরনগর থানার পুলিশ সদস্য ওই গ্রাম ঘুরে এসেছেনে।
কুন্ডা বিট অফিসার এসআই মো. জাহান-ই-আলম বলেন, আমরা ঘটনাস্থলে যাই। তার পাসপোর্ট দেখে নিশ্চিত হই তিনি চীনের নাগরিক। আমরা শুনেছি রবিবার আদালতে গিয়ে তাদের বিয়ে হবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com