weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , শুক্রবার, ৫ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিটের মূল্য ঘোষণা, চাহিদা অনুযায়ী বাড়বে-কমবে

প্রকাশ : ০৪-০৯-২০২৫ ১৬:২২

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপ। এক বছরের কম সময়ের মধ্যে শুরু হওয়া এই আসরের টিকিটের মূল্য ঘোষণা করেছে ফিফা। প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার ওপর ভিত্তি করে।

ফিফার ঘোষণায় জানা গেছে, গ্রুপপর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে সাত হাজার ২০০ টাকা (৬০ ডলার)। অন্যদিকে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় আট লাখ সাত হাজার টাকা (ছয় হাজার ৭৩০ ডলার)।

বিশ্বকাপ ২০২৬-এর প্রধান পরিচালন কর্মকর্তা হেইমো শিরগি এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাদের দল কোথায় খেলবে, তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত। কারণ দাম যে কোনো সময় বাড়তে বা কমতে পারে।’

এর আগে ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল ২৫ থেকে ৪৭৫ ডলার (প্রায় তিন হাজার থেকে ৫৭ হাজার টাকা)। ২০২২ সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ৬৯ থেকে এক হাজার ৬০৭ ডলার (প্রায় আট হাজার থেকে এক লাখ ৯৩ হাজার টাকা)। অর্থাৎ ২০২৬ বিশ্বকাপে টিকিটের দাম আরো বেড়েছে।

বিশ্বকাপ শুরু হবে ১১ জুন, চলবে ১৯ জুলাই পর্যন্ত। মোট ১০৪টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের ১১টি, মেক্সিকোর তিনটি ও কানাডার দুটি ভেন্যুতে। এবারে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে।

ফিফা জানিয়েছে, প্রথম ধাপে শুধু ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন। এ আবেদন চলবে ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। নির্বাচিত ভক্তদের জানানো হবে ২৯ সেপ্টেম্বর থেকে, আর ১ অক্টোবর থেকে শুরু হবে বিক্রি। এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ ৪০টি টিকিট কিনতে পারবেন।

এদিকে মে মাস থেকেই বিক্রি হচ্ছে ভিআইপি আতিথেয়তা প্যাকেজ। মেটলাইফ স্টেডিয়ামে (নিউ জার্সি) ফাইনালসহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম চার লাখ ২০ হাজার টাকা (তিন হাজার ৫০০ ডলার) থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৮৮ লাখ টাকা (৭৩ হাজার ২০০ ডলার) পর্যন্ত।

স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে। ইতোমধ্যেই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও শক্তিশালী ব্রাজিলসহ মোট ১৩টি দল নিশ্চিত করেছে তাদের জায়গা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন পিটার হাস পররাষ্ট্র সচিবের সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক করলেন পিটার হাস নুরুল হক নুরের অবস্থা ভালো না, সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন নুরুল হক নুরের অবস্থা ভালো না, সুস্থ দেখানোর পরিকল্পনা চলছে: রাশেদ খাঁন সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিটের মূল্য ঘোষণা, চাহিদা অনুযায়ী বাড়বে-কমবে ফিফা বিশ্বকাপ ফুটবলের টিকিটের মূল্য ঘোষণা, চাহিদা অনুযায়ী বাড়বে-কমবে জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত জিএম কাদের ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত