বগুড়ায় পেট্রলপাম্প কর্মকর্তাকে হাতুড়িপেটায় হত্যা, আসামি গ্রেপ্তার
প্রকাশ : ০৮-০৯-২০২৫ ১০:৫৫

ইকবাল হোসেনের এক স্বজনের আহাজারি ও গ্রেপ্তার রাকিবুল ইসলাম রতন, ছবি: সংগৃহীত
বগুড়া প্রতিনিধি
বগুড়ায় পেট্রলপাম্পের কর্মকর্তা ইকবাল হোসেনকে (৩০) হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় রাকিবুল ইসলাম রতন (২৬) নামের এক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত ইকবাল হোসেন সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামের বাসিন্দা। গ্রেপ্তার রাকিবুল ইসলাম বগুড়ার শাজাহানপুর উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবালকে হত্যার এ ঘটনা ঘটে। পরের দিন রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকা থেকে রাকিবুলকে গ্রেপ্তার করে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, গ্রেপ্তারের পর রাকিবুল স্বীকার করেছেন, সে শনিবার ভোররাতের দিকে ঘুমন্ত অবস্থায় পেট্রলপাম্পের ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে হত্যা করেন। এরপর বগুড়া থেকে পালিয়ে কালিয়াকৈর গিয়ে আত্মগোপন করেন। পেট্রলপাম্পের তেল চুরি করা নিয়ে মিথ্যা অপবাদ দিয়ে মারধরের বদলা নিতে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে পুলিশের কাছে দাবি করেন রাকিবুল ইসলাম।
এর আগে শনিবার দিবাগত রাতে শতাব্দী ফিলিং স্টেশনের অফিসকক্ষে ব্যবস্থাপক ইকবাল হোসেনকে হত্যার এ ঘটনা ঘটে। পরদিন রবিবার সকাল সাড়ে ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। পরে তার লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ফিলিং স্টেশন থেকে হত্যাকাণ্ডের সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। তাতে দেখা যায়, ঘুমন্ত ইকবালকে হাতুড়ি দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com