বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে তিন ম্রো নারীর মৃত্যু
প্রকাশ : ১৪-০৭-২০২৫ ১১:৫৮

ছবি : সংগৃহীত
বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলা সদরের সুয়ালক ইউনিয়নের রাংলাই হেডম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারী মারা গেছেন।
সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যানপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন- তুমলে ম্রো (১৮), রওলেং ম্রো (৩৫) ও রিয়েম ম্রো। তারা সবাই রাংলাই হেডম্যানপাড়ার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। ওখানের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই তিন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলেও বাকি দুজনের লাশ ঘটনাস্থলেই পড়ে ছিল। পড়ে থাকা বিদ্যুতের তার পুড়ে গেছে বলেও জানান তারা।
বান্দরবান চিম্বুক সড়কের ১২ মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, একটি ট্রান্সফরমার বিস্ফোরণ হয়ে সেখানের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী মারা গেছেন।
বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার বলেন, ‘বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ম্রো নারী মারা গেছেন। এদের মধ্যে একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অপর দুজনের লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com