weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাসের ধাক্কায় মা-ছেলেসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশ : ১৭-০৬-২০২৫ ২১:৩৩

ছবি : সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কাপাসিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মা ও ছেলেসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৭ জুন) বিকাল চারটার দিকে উপজেলার ঢাকা-কিশোরগঞ্জ সড়কের জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন কিশোরগঞ্জের ইটনা থানার কমলবুক গ্রামের মো. তানভীরের স্ত্রী রত্না আক্তার (২৩) ও তার তিন বছর বয়সী ছেলে মো. শায়ান এবং একই উপজেলার কৃষ্টপুর থানা এলাকার আবুল কালামের ছেলে মো. তহিদুল্লাহ মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, কিশোরগঞ্জ থেকে সিএনজিচালিত অটোরিকশায় গাজীপুর যাওয়ার পথে কাপাসিয়ার জামিরারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাজীপুর থেকে কিশোরগঞ্জগামী অনন্যা পরিবহনের একটি বাস অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার যাত্রীরা গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রত্নাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে সন্ধ্যায় তিনিও মারা যান।

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কৃষ্ণ কুমার দাস বলেন, দুজনকে হাসপাতালে মৃত আনা হয়। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল।

কাপাসিয়া থানার উপপরিদর্শক সোহাগ হোসেন বলেন, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়। গুরুতর একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত কলরেকর্ড ফাঁসের জেরে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা বরখাস্ত যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ভেঙে দুই প্রকৌশলীসহ নিহত ৩ এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী এবার মামলা চালাতে চান কুমিল্লার সেই নারী ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা ইউএসএআইডির সহায়তা বন্ধ: এক কোটি ৪০ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল আগস্টে ঢাকায় আসবে না ভারতীয় ক্রিকেট দল