weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৪% , বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ সম্মেলন ফেব্রুয়ারিতে

প্রকাশ : ২৮-১২-২০২৪ ১১:৫৩

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিজিবির ফেসবুক পেজে বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বিজিবি ও বিএসএফের মধ্যকার চলতি বছরের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। 

এই পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।সম্মেলনের নির্ধারিত দিনক্ষণ উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের গণমাধ্যম শাখার উপপরিচালক কর্নেল শরীফুল ইসলাম বলেন, নভেম্বর মাসে ভারতে সম্মেলন হওয়ার কথা ছিল। বাংলাদেশের অনুরোধে তা স্থগিত করা হয়। ওই সম্মেলনই আগামী ফেব্রুয়ারিতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ ৯ সেপ্টেম্বরেই হবে ডাকসু নির্বাচন : আপিল বিভাগ আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আগস্টে সড়কে ঝরেছে ৫০২ প্রাণ, আহত ১২৩২ : বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি ডাকসুর নারী প্রার্থীকে ‘গণধর্ষণের’ হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার করল ঢাবি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি তিয়েনানমেনের প্যারেড : কিম-পুতিনকে নিয়ে যে বার্তা দিলেন সি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন ঘিরে উত্তেজনা, সুন্দরগঞ্জে ১৪৪ ধারা