weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিজিবি-বিএসএফ সম্মেলন ফেব্রুয়ারিতে

প্রকাশ : ২৮-১২-২০২৪ ১১:৫৩

ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের সম্মেলন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিজিবির ফেসবুক পেজে বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে বলা হয়েছে, বিজিবি ও বিএসএফের মধ্যকার চলতি বছরের মহাপরিচালক পর্যায়ের সম্মেলন হচ্ছে না, যা বিজিবির নজরে এসেছে। 

এই পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, গত নভেম্বরে ভারতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে উভয় দেশের সম্মিলিত সিদ্ধান্ত ও সমন্বয়ের মাধ্যমে সম্মেলনটি তিন মাস পিছিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে পুনর্নির্ধারণ করা হয়েছে।সম্মেলনের নির্ধারিত দিনক্ষণ উল্লেখ না করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী সম্মেলনের গুরুত্ব সম্পর্কে অবগত রয়েছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি প্রক্রিয়া চলমান রয়েছে।

এ ব্যাপারে বিজিবি সদর দপ্তরের গণমাধ্যম শাখার উপপরিচালক কর্নেল শরীফুল ইসলাম বলেন, নভেম্বর মাসে ভারতে সম্মেলন হওয়ার কথা ছিল। বাংলাদেশের অনুরোধে তা স্থগিত করা হয়। ওই সম্মেলনই আগামী ফেব্রুয়ারিতে হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার সৌদি আরবে চাঁদ দেখা গেছে, ঈদ রবিবার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ২৫ দশমিক ৪৪ বিলিয়ন ডলার ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত ছত্তিশগড়ে অভিযানে ১৬ মাওবাদী গেরিলা নিহত নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার নাটোরে পুরাতন ডিসি বাংলোতে সংসদ নির্বাচনের ১০০ বস্তা ব্যালট পেপার রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ রবিবার জানা যাবে বাংলাদেশে কবে ঈদ