weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৭৩% , শনিবার, ১২ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলিসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

প্রকাশ : ০২-০১-২০২৫ ১৬:৪৯

ছবি : সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধারসহ দুই অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে ডিএমপির বাড্ডা থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল (৩৬) ও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েল (৩২)।

বুধবার (১ জানুয়ারি) রাত সোয়াদশটায় উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে থেকে অস্ত্র ও গুলিসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। 

বাড্ডা থানা সূত্রে জানা যায়, বুধবার থানার একটি টহল টিম বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে উত্তর বাড্ডার খানকা শরীফ রোডের একটি বাড়ির সামনে দু'জন সন্ত্রাসী অস্ত্রসহ অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে রাত সোয়া দশটায় টহল টিমটি সেখানে পৌঁছালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর সময় দু'জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে নাইন এম.এম. এর একটি বিদেশি পিস্তল ও .২২ বোরের ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজ হেফাজতে রেখে বাড্ডা এলাকাসহ আশেপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এছাড়াও জুয়েল ওরফে খ্রিস্টান জুয়েলের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরো দুটি মামলার তথ্য পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ মাগুরায় প্রধান শিক্ষককে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ লিবিয়া থেকে ফিরলেন ১৬৭ বাংলাদেশি লিবিয়া থেকে ফিরলেন ১৬৭ বাংলাদেশি গাজায় সেই চিকিৎসাকর্মীদের কাছ থেকে শতাধিক গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী গাজায় সেই চিকিৎসাকর্মীদের কাছ থেকে শতাধিক গুলি ছুড়েছে ইসরায়েলি বাহিনী পুলিশের লোগো বদলে যাচ্ছে, থাকছে না নৌকা পুলিশের লোগো বদলে যাচ্ছে, থাকছে না নৌকা