weather ২২.৯৯ o সে. আদ্রতা ৮৩% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

ভারত ক্রিকেট টিমের কড়া সমালোচনা সাবেক ক্রিকেটার আজহারের

প্রকাশ : ২৭-০৭-২০২৫ ১১:৫৭

ছবি : সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে খেলতে রাজি হওয়ায় ভারতের কড়া সমালোচনা করছেন দেশটির সাবেক ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিন। তার মতে, ভারতের দ্বিমুখী আচরণ ছাড়া উচিত। আন্তর্জাতিক ইভেন্ট খেলতে পারলে, দ্বিপাক্ষিক সিরিজও খেলার পক্ষে তিনি। না খেললে কোনোটাই নয়।

নানা অনিশ্চয়তা ও শঙ্কা কাটিয়ে অবশেষে শনিবার (২৬ জুলাই) নিশ্চিত হয়েছে এশিয়া কাপের সূচি ও ভেন্যু। যেখানে একই গ্রুপে পড়েছে ভারত ও পাকিস্তান। আগামী ১৪ সেপ্টেম্বর গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুদল।

অথচ কিছুদিন আগেও রব উঠেছিল, পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের ম্যাচ খেলবে না ভারত। এমনকি বর্জন করবে এশিয়া কাপও। যা নিয়ে গণমাধ্যমে কথা বলতে গিয়ে তেলেবেগুনে জ্বলে উঠলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার আজহারদ্দিন। তার মতে, ভারতের এমন দ্বিমুখী আচরণ ছাড়া উচিত। আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলতে পারলে দ্বিপাক্ষিক সিরিজও খেলা উচিত। নয়তো কোথাও খেলা উচিত নয়।

ভারতের দ্বিমুখী আচরণের সমালোচনা করে আজহারউদ্দিন বলেন, ‘আমি সব সময়ই বলি, হলে সব জায়গায়তেই হওয়া উচিত, আর না হলে কোথাও না। যদি দ্বিপাক্ষিক সিরিজ খেলা না হয়, তাহলে আন্তর্জাতিক ইভেন্টও খেলা উচিত নয়। এটাই আমি বিশ্বাস করি। কিন্তু সরকার ও বোর্ড যেটা সিদ্ধান্ত নেয়, সেটাই ঘটে।’

সপ্তাহখানেক আগে পহেলগাম ইস্যুতে সাবেক তারকাদের নিয়ে টুর্নামেন্ট ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস’-এ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত। তাতে ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা। সে ঘটনার পর ধরে নেওয়া হচ্ছিল, এশিয়া কাপেও পাকিস্তানকে বর্জন করতে পারে ভারত। কিন্তু সূচিতে দেখা যাচ্ছে তারা একই গ্রুপেই পড়েছে এবং ফাইনালে জায়গা করে নিতে পারলে আসরে তারা তিনবার মুখোমুখি হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই