‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতা
ভারত ছাড়লেন মিস ইংল্যান্ড মিলা ম্যাগি
প্রকাশ : ২৮-০৫-২০২৫ ০০:১০

ছবি : সংগৃহীত
বিনোদন ডেস্ক
বিশ্বসুন্দরী প্রতিযোগিতার (‘মিস ওয়ার্ল্ড’) এবারের আসর বসে ভারতের হায়দরাবাদে। কিন্তু আয়োজক কর্তৃপক্ষের কর্মকাণ্ডে অপমানিত ও বিরক্ত হয়ে প্রতিযোগিতা থেকে নিজেকে সরিয়ে নিলেন ‘মিস ইংল্যান্ড’ মিলা ম্যাগি।
৭৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো প্রতিযোগী বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছেন। এই প্রতিযোগিতা থেকে বেরিয়ে আসার কারণে আয়োজক সংস্থাকেই কাঠগড়ায় তুলেছেন মিলা। বিষয়টি নিয়ে রীতিমতো শোরগোল শুরু হয়েছে।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছর ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার আসর বসেছে হায়দরাবাদে। প্রতিযোগিতা শুরু হয়েছে ১০ মে থেকে এবং চলবে ৩১ মে পর্যন্ত। এই প্রতিযোগিতার এক অন্যতম প্রতিযোগী ছিলেন ‘মিস ইংল্যান্ড’।
তিনি অভিযোগ করেন, প্রতিযোগিতার আড়ালে আয়োজক সংস্থা প্রতিযোগীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। রীতিমতো মানসিক শোষণ করা হয় সকলকে।
মিলা ম্যাগি বলেন, ‘যেমন করে একটি বাঁদরকে নাচানো হয়, ঠিক সেই ভাবেই ওখানে প্রতিযোগীদের পারফর্ম করতে বাধ্য করা হয়। এখানে প্রতিযোগীদের সকাল থেকে রাত পর্যন্ত ঘনঘন মেকআপ করা, পোশাক বদলানো, ইত্যাদি করতে হয়। আমি কারো মনোরঞ্জনের পাত্রী হতে আসিনি। তাই প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসেছি।’
আয়োজক সংস্থা দাবি করেছিল, বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা থেকে মিলার সরে দাঁড়ানোর পিছনে ব্যক্তিগত কারণ রয়েছে। কিন্তু সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন খোদ ‘মিস ইংল্যান্ড’। মিলা আরো বলেন, ‘মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার একটা বিশেষ মূল্যবোধ আছে। কিন্তু এই প্রতিযোগিতা বহু পুরোনো ধারণাতেই আটকে রয়েছে।’
তেলঙ্গানার মন্ত্রী কেটি রামা রাও তীব্র নিন্দা করেছেন মিলা ম্যাগির ওপর হওয়া হয়রানির ঘটনায়। এমনকি দুঃখ প্রকাশ করে এক্স হ্যান্ডলে একটি পোস্টও করেন তিনি। কেটি রামা রাও বলেন, ‘মিলা ম্যাগি, তুমি একজন অত্যন্ত শক্তিশালী নারী। আমাদের রাজ্যে এসে তোমাকে যে পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে, তার জন্য আমি সত্যিই দুঃখিত।’
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com