weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , সোমবার, ৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা

প্রকাশ : ০৭-০৭-২০২৫ ১১:৫৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী ফুটবল দল রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ২টার দিকে দেশে ফিরে আসে। পরে তাদের রাজধানীর হাতিরঝিলের আম্ফি থিয়েটারে সংবর্ধনা দেওয়া হয়।

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সরাসরি তাদের হাতিরঝিলে নিয়ে যাওয়া হয়। রাত ৩টা ১৫ মিনিটে দলের সদস্যরা অনুষ্ঠানস্থলে পৌঁছালে, ফুলের তোড়া দিয়ে তাদের অভ্যর্থনা জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির সদস্যরা। এই সংবর্ধনা অনুষ্ঠানটি চলেছিল ৩৫ মিনিট ধরে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এ ছাড়া বক্তব্য রাখেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, দলনেতা আফঈদা খন্দকার প্রান্তি, তারকা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা এবং কোচ পিটার বাটলার।

এর আগে, রবিবার সন্ধ্যায় মিয়ানমার থেকে রওনা দিয়ে থাইল্যান্ড হয়ে রাতে ঢাকায় পৌঁছান আফঈদা-ঋতুপর্ণারা। সোমবার (৭ জুলাই) ভোরে তাদের ভুটানের লিগ খেলতে থিম্পু যাওয়ার কথা, তাই গভীর রাতে সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।

ইয়াঙ্গুনে বাংলাদেশ নারী ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে বাহরাইন, মিয়ানমার ও তুর্কেমেনিস্তানকে পরাজিত করে ‘সি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগামী বছরের অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

এদিকে সংবর্ধনা অনুষ্ঠানে বড় পর্দায় দেখানো হয়েছিল নারীদের মিয়ানমার ম্যাচের কিছু সেরা মুহূর্ত। কখনো ঋতুপর্ণার গোল, কখনো রুপণার সেভ এবং আরো অনেক দুর্দান্ত মুহূর্ত। তবে, কিছুটা মনোক্ষুণ্ণ দৃষ্টিতে মনে হচ্ছিল, কোনো প্রতীকী পুরস্কার কিংবা অর্থ পুরস্কারের ঘোষণা না আসা। 

বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য শুরু করলেন, আপনারা দুটি কাজ করেছেন। প্রথমত, নতুন করে ইতিহাস লিখছেন এবং দ্বিতীয়ত, আমাদের সমাজের মনোভাব বদলানোর যাত্রায় এগিয়ে যাচ্ছেন।

তবে, দর্শকদের প্রত্যাশা ছিল কিছু বেশি। তারা আশা করেছিলেন, হয়তো কিছু পুরস্কারের ঘোষণা আসবে, তবে সেটি হয়নি। তাবিথ আউয়াল তার বক্তব্যে বলেন, আমরা নারী দলের পেছনে থাকব, আগামীতেও থাকব। আমরা আপনাদের ওপর আস্থা রাখছি এবং প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের পাশে আমরা আছি। তিনি আরো বলেন, ২০২৬ সালের এশিয়া কাপ; যা বিশ্বকাপ বাছাই পর্বও হবে, তার জন্য আমাদের স্বপ্ন রয়েছে। 

তবে বাস্তবতায়, এই স্বপ্ন বাস্তবায়ন করতে শক্ত কাঠামো, লিগ আয়োজন এবং সঠিক পরিকল্পনা দরকার। কিন্তু বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এই অভ্যর্থনা অনুষ্ঠানটি ছিল এক বিরল ঘটনা। এরকম একটি গভীর রাতে ক্রীড়া দলকে এইভাবে সম্মান জানানো হয়েছে, তা সত্যিই এক অভূতপূর্ব মুহূর্ত। এই অনুষ্ঠানটা শুধু তাদের বিজয়ের উৎসব ছিল না, বরং তাদের আত্মসম্মান আর অঙ্গীকারেরও।

এদিকে, ঋতুপর্ণা চাকমা মঞ্চে দাঁড়িয়ে বলেন, আজকের যে পর্যায়ে এসেছি, তা টিমওয়ার্কের ফল। ফুটবল কোনো ব্যক্তিগত খেলা নয়। বাংলাদেশের মেয়েরা জানে কীভাবে কঠিন পরিস্থিতিতে লড়াই করতে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন। আমরা আপনাদের নিরাশ করব না। আমাদের লক্ষ্য শুধু এশিয়া নয়, বাংলাদেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার।

ঋতুপর্ণার এই আত্মবিশ্বাসী বক্তব্যে সবার মনোযোগ আকর্ষণ করে। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার প্রতি নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আপনি যে কথা বলেছেন, বাংলাদেশ আপনার জন্য গর্বিত।

কোচ পিটার বাটলারও মেয়েদের পরিশ্রমের কথা তুলে ধরে বলেন, এই জয় সম্ভব হতো না যদি মেয়েরা নিজেদের শেষ বিন্দু পর্যন্ত পরিশ্রম না করতেন।

সাবেক জাতীয় দলের অধিনায়ক আমিনুল হকও এই মেয়েদের প্রশংসা করেন এবং আরো পেশাদার পরিকল্পনায় মেয়েদের গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

কিন্তু অনুষ্ঠান শেষে একটা বড় প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল- এই অভ্যর্থনা শেষে কেবল ফুলের তোড়া আর প্রশংসাই কি যথেষ্ট? গত বছর সাফ জয়ী দলের জন্য বাফুফে দেড় কোটি টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছিল, কিন্তু এখনো তা কোনো খেলোয়াড়ের হাতে পৌঁছায়নি। এবারের অভ্যর্থনায়ও কোনো অর্থ পুরস্কার বা অন্য কোনো প্রতীকী পুরস্কারের ঘোষণা না আসায়, দর্শকদের মাঝে ক্ষোভ প্রকাশ পেয়েছিল।

অনুষ্ঠান শেষে ঋতু ও মনিকা আবার বিমানবন্দরের পথে রওনা দিলেন, ভুটানে লিগ খেলতে। তাদের জন্য বিজয়ের উৎসব শেষ, কিন্তু লড়াই শেষ হয়নি। কারণ, এই মেয়েরা জানেন, তাদেরকে এখন নতুন আলো খুঁজে নিতে হবে, নিজেদের মতো করে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা কাকরাইলে জলকামান ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ ১০ জুলাই সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদে মিলল শিশুর রক্তাক্ত লাশ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ টেক্সাসে বন্যায় নিহত বেড়ে ৮২, নিখোঁজ ৪২ মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা মাঝরাতে হাতিরঝিলে নারী ফুটবল দলকে বাফুফের সংবর্ধনা