weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

মাত্র ১৬ ইঞ্চির কলাগাছে ৭ মোচা!

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১৩:০৯

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় একটিমাত্র কলাগাছে ধরেছে সাতটি মোচা (মোখজ)। সাধারণত একটি কলাগাছে একটি মোচা দেখা গেলেও একটিমাত্র গাছে একসঙ্গে সাতটি মোচা ধরায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়তেই শত শত মানুষ ছুটে আসছেন সেই কলাগাছ দেখতে।

ঘটনাটি ঘটেছে উপজেলার চাকিরপশার ইউনিয়নের নাককাটিহাট বাজারের কাছে, চাকিরপশার উপস্বাস্থ্য কেন্দ্র লাগোয়া নুরজ্জামালের বাড়ির পাশে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ওই বাড়ির উঠানে মাত্র ১৬ ইঞ্চি উচ্চতার একটি কলাগাছ লাগানো ছিল। 

শনিবার (১৭ মে) দুপুরের দিকে একটি শিশু কলাগাছের দিকে তাকিয়ে চিৎকার করে ওঠে। এরপর পরিবারের লোকজন গিয়ে গাছে সাতটি মোচা দেখে হতবাক হয়ে যান। দ্রুত খবর ছড়িয়ে পড়ে আশপাশে। শুরু হয় মানুষের ভিড়।

সোনাবর এলাকা থেকে আসা গায়ক ত্রৈলক্যনাথ রায় (৫২) বলেন, এত ছোট গাছে সাতটি মোচা- জীবনে এমন দৃশ্য প্রথম দেখলাম। অবিশ্বাস্য লাগছে।

স্থানীয় আরেক বাসিন্দা সেকেন্দার আলী বিষয়টি ব্যাখ্যা করে বলেন, এটি ব্যতিক্রম কিছু। এমন কিছু সাধারণভাবে হয় না। আল্লাহর কুদরত বলেই ধরে নিচ্ছি।

বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন কৃষি বিশেষজ্ঞরাও। রাজারহাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুন্নাহার সাথী বলেন, এটি খুবই দুর্লভ ঘটনা। এখানে হয়তো স্বাভাবিকের তুলনায় অনেক বেশি পরাগায়ন (pollination) হয়েছে। এর ফলেই একটি গাছে একাধিক মোচা দেখা যাচ্ছে।

অসাধারণ ও আশ্চর্য এই ঘটনার ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয়রা গাছটির যত্ন নিচ্ছেন এবং এতে কোনো ক্ষতি না হয় সেদিকে নজর রাখছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল মিঠু গ্রেপ্তার ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ ‘এইটা ডাকসু না, এক্কেবারে হিজাবসু’ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ এবার ইয়েমেনে ইসরায়েলের বিমান হামলা, নিহত ৩৫ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির বঙ্গোপসাগরের সেন্টমার্টিন উপকূলে ৪০ জেলেকে অপহরণ আরাকান আর্মির দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা দেশে ফিরতে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে জামালরা