weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৯% , বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাদক সেবনের অভিযোগে বৈষম্যবিরোধী নেত্রী বহিষ্কার

প্রকাশ : ১৮-০৫-২০২৫ ১২:০৩

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর মিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। শনিবার (১৭ মে) সন্ধ্যায় সংগঠনের আহ্বায়ক আরিফ মঈন উদ্দীন ও সদস্যসচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবন যাপনের ছবি ও ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এই ধরনের অসামাজিক কার্যকলাপ সংগঠনের নীতির পরিপন্থী এবং গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রতি অবমাননাকর। তাহলে, তাকে চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বহিষ্কারের পর ফাতেমা খানম লিজা অভিযোগ প্রমাণে দুই ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। তিনি বলেন, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে আমার মাদক সেবনের প্রমাণ দিতে না পারে, তাহলে আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব।

অব্যাহতির পর শনিবার রাত সাড়ে ৯টার দিকে লিজা একটি ভিডিওতে বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন (বৈছাআ) চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন আমার বিরুদ্ধে দুটি অ্যালিগেশন দিয়েছেন। প্রথমত মাদকসেবনকারী, দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত জীবন নিয়ে। সম্পূর্ণ বেইসলেজ একটি ইস্যু। আমার কথা একটিই, যদি তারা আগামী দুই ঘণ্টার মধ্যে মাদকের বিষয়ে প্রমাণ করতে না পারেন, আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।’

এদিকে ফাতেমা খানম লিজার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে সংগঠনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে, তিনি অভিযোগ প্রমাণে আল্টিমেটাম দেওয়ার পর পরিস্থিতি আরো  জটিল হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় চট্টগ্রাম মহানগরীর রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনা শুরু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি বিভিন্ন সামাজিক ইস্যুতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে, তবে এই ঘটনায় তাদের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ থমথমে গোপালগঞ্জে চলছে কারফিউ, যৌথবাহিনীর হাতে আটক ১৪ বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু বগুড়ায় ঘরে ঢুকে দুই নারীকে ছুরি মেরে হত্যা, আরেকজন মুমূর্ষু মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন মোহাম্মদপুরে এক ঘণ্টার ব্যবধানে ২ খুন গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা গাজায় আরো ৯৪ ফিলিস্তিনিকে হত্যা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি শক্তিশালী ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্রের আলাস্কা, সুনামি সতর্কতা জারি