weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ১৫ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
টিকটকে পরিচয় থেকে প্রেম

মাদারীপুরে এসে বিয়ে করলেন চীনা যুবক

প্রকাশ : ৩০-০৭-২০২৫ ১১:৪৬

ছবি : সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি
চার মাস আগে মাদারীপুরের সুমাইয়া আক্তারের সঙ্গে টিকটকে পরিচয় হয় চীনের শি তিয়ানজির। তারপর বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। সেই প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে ছুটে এসেছেন শি তিয়ানজি। সুমাইয়া আক্তারকে মুসলিম রীতিতে বিবাহ করেছেন তিনি।

রবিবার (২৭ জুলাই) সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মহিষেরচর গ্রামের সুমাইয়ার বাড়িতে তাদের বিয়ে সম্পন্ন হয়। বিয়ের পর শি তিয়ানজি মাদারীপুরে শ্বশুরবাড়িতে আছেন। তাদের বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর ভিনদেশিকে একনজর দেখতে ওই বাড়িতে ভিড় করছেন পাড়ার লোকজন।

মহিষেরচর গ্রামের সাইদুর রহমানের মেয়ে মাদারীপুর সরকারি মহিলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সুমাইয়া আক্তার বলেন, শি তিয়ানজি আমাকে প্রচণ্ড ভালোবাসেন। সেই ভালোবাসার টানেই তিনি চীন থেকে বাংলাদেশে এসেছেন। পরিবারের সম্মতিতে মুসলিম শরিয়াহ মোতাবেক আমাদের বিয়ে হয়েছে।

স্থানীয়রা বলছেন, চার মাস আগে টিকটকের মাধ্যমে পরিচয় হয় সুমাইয়া ও শি তিয়ানজির। পরে তারা নিয়মিত যোগাযোগ রাখতে শুরু করেন ‘উই চ্যাটে’। বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে। গত ২৪ জুলাই বাংলাদেশে আসেন তিয়ানজি। পরে ২৭ জুলাই আদালতে মুসলিম রীতিনীতি মেনে সুমাইয়ার সঙ্গে তার বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

সুমাইয়া জানান, ভালোবাসার টানে তিনি চীনা ভাষাও শিখেছেন। ভবিষ্যতে স্বামীর সঙ্গে চীনে যাওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। শি তিয়ানজি বলেন, আমি সুমাইয়াকে ভালবেসে চীন থেকে এসেছি। সুমাইয়া অনেক ভালো মেয়ে। বাংলাদেশের পরিবেশ আমার খুব ভালো লেগেছে। তবে এদেশে গরম অনেক বেশি। ভবিষ্যতে সুমাইয়াকে আমি চীনে নিয়ে যাবো।

সুমাইয়ার বাবা সাইদুর রহমান বলেন, আমার মেয়ের সঙ্গে চীনা নাগরিকের সঙ্গে প্রমের কথা জানালে আমি তাতে সম্মতি দেই। তিয়ানজি বাংলাদেশে আসার পর আমি নিজে ঢাকা গিয়ে তাকে নিয়ে আসি এবং মুসলিম রীতিতে মেয়ের সঙ্গে বিয়ে দেই। এখন দুইজন সুখে থাকলেই আমরা খুশি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরে হবে নির্বাচন গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি গাজায় ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারালেন ৭১ ফিলিস্তিনি সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা সেই রিয়াদের আরো একটি বাসার খোঁজ, মিলল প্রায় তিন লাখ নগদ টাকা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা ডাকসু নির্বাচন: স্বতন্ত্র প্যানেল করতে চান উমামা ফাতেমা রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে রিয়াদ সোয়া ২ কোটি টাকার চেক নেন সাবেক এমপি থেকে