weather ২৩.৯৯ o সে. আদ্রতা ৭৮% , রবিবার, ৯ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি

প্রকাশ : ০৮-১০-২০২৫ ১০:৪৭

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
স্কুল ক্রিকেটের পাশাপাশি এবার মাদ্রাসার শিক্ষার্থীদের ক্রিকেটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আরো খুদে প্রতিভা তুলে আনার লক্ষ্যেই মাদ্রাসায় আলাদা ক্রিকেট টুর্নামেন্ট চালুর পরিকল্পনা করছে বোর্ড।

বিসিবিতে প্রথমবার পূর্ণ মেয়াদে সভাপতি হওয়া আমিনুল ইসলাম বুলবুল মঙ্গলবার (৭ অক্টোবর) গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নতুন খবরটি জানান। বুলবুল বলছেন, স্কুল-কলেজের পাশাপাশি মাদ্রাসাতেও ক্রিকেট ছড়িয়ে দিতে চায় বিসিবি।

বিসিবির ‘সেলিব্রেশন নাইট’ অনুষ্ঠানে বুলবুল বলেন, ‘এখনো বিস্তারিত আলোচনা হয়নি, তবে আমরা পরিকল্পনা করছি। কীভাবে এটি বাস্তবায়ন করা যায়, সেই চেষ্টা চলছে। আপাতত ছোট ফরম্যাটে করার চেষ্টা করছি।’

মাদ্রাসা ক্রিকেটের গুরুত্ব অনুধাবন করার কারণও ব্যাখ্যা করেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘মাদ্রাসায় এখন লাখ লাখ ছাত্র আছে। তাদেরকে ক্রিকেটের ফ্যান বানাতে এবং সেখান থেকে সংক্ষিপ্ত ভার্সনের ক্রিকেট আয়োজনের চিন্তা করছি।’

জানা গেছে, মাদ্রাসায় ১০ ওভারের ক্রিকেট আয়োজিত হতে পারে। বিশেষভাবে, আসর থেকে মাগরিবের যে মধ্যবর্তী সময়টুকু পাওয়া যায়, সেই সময়ে এই টুর্নামেন্টগুলো আয়োজনের উদ্দেশ্য রয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ ‘পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম’ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ উত্তরার সড়কে ঝরল ভ্যানচালক যুবকের প্রাণ ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ১৬ মাস পর পাবনায় গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি গাঁজা বিক্রি করতে নিষেধ করায় ছাত্রদল নেতা সাম্য খুন : ডিবি নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই নোবেলজয়ী মার্কিন বিজ্ঞানী জেমস ওয়াটসন আর নেই