weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে নারীর মামলা

প্রকাশ : ০৮-০৭-২০২৫ ১৬:২৩

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
রাজধানী ঢাকার গাবতলীতে এক নারীকে মারধর করে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা সিনেমার খলচরিত্রের অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে ৩৫ বছর বয়সী ওই নারী বাদী হয়ে এই মামলা করেন। 

আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। ৬ আগস্ট এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। ওই আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, মামলায় ডিপজলের সঙ্গে ফয়সাল নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। মামলার আরজিতে উল্লেখ করা হয়েছে, ফয়সাল ডিপজলের একান্ত সচিব।

বাদী মামলায় অভিযোগ করেছেন, তিনি ডিপজলের একজন ভক্ত। গত ২ জুন তিনি গাবতলীতে গরুর হাটে যান। সেখানে লোকের জটলা দেখতে পেয়ে তিনি এগিয়ে যান। পরে তিনি জানতে পারেন, সেখানে ডিপজল রয়েছেন। পরে ডিপজল যে কক্ষে ছিলেন, তিনি সেই কক্ষে যান। তিনি ডিপজলের উদ্দেশে বলতে থাকেন, তিনি তার অভিনয়ে মুগ্ধ। ওই নারীর কথা শোনার পর ডিপজল তার সঙ্গে খারাপ ব্যবহার করেন। ডিপজল ওই নারীকে ওই কক্ষ থেকে চলে যেতে বলেন।

মামলায় ওই নারী আরো অভিযোগ করেছেন, ডিপজল তাকে চলে যেতে বললেও ওই নারী সেখানে অবস্থান করেন। এতে ক্ষিপ্ত হন ডিপজল। একপর্যায়ে ডিপজল ওই নারীকে মারধর করে বের করে দিতে বলেন। পরে ডিপজলের সহযোগীরা ওই নারীকে ওই কক্ষ থেকে মারধর করে বের করে দেন। এর প্রতিবাদ করেন ওই নারী। তখন ডিপজলের নির্দেশে ওই নারীর হাত–পা বেঁধে ফেলা হয়। এলোপাতাড়ি মারতে থাকেন ডিপজলের সহযোগীরা। একপর্যায়ে ওই নারীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। পরে ওই নারী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।

ওই নারী চিকিৎসার কাগজপত্র আদালতে জমা দিয়েছেন। মারধর করার ছবিও আদালতে জমা দিয়েছেন তিনি।

এর আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, মনোয়ার হোসেন ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে একাধিক মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে হত্যার মামলা ডিবিতে স্থানান্তর মুরাদনগরে মা ও ছেলে-মেয়েকে হত্যার মামলা ডিবিতে স্থানান্তর আকুর দায় শোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে আকুর দায় শোধের পর রিজার্ভ ৩০ বিলিয়ন ডলারের নিচে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে নারীর মামলা মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে ডিপজলের বিরুদ্ধে নারীর মামলা যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ বিষয়ে আলোচনা বুধবার : বাণিজ্য উপদেষ্টা শেখ বশির ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, দোয়া চাইলেন স্বামী ফরিদা পারভীনের মৃত্যুর গুজব, দোয়া চাইলেন স্বামী