মিরপুরে অগ্নিদগ্ধ ভবন থেকে নির্গত হচ্ছে ক্লোরিন গ্যাস
প্রকাশ : ১৫-১০-২০২৫ ১২:১২
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে ‘আনোয়ার ফ্যাশন’ পোশাক কারখানায় ও ‘কসমিক ফার্মা’র কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিভলেও নির্গত হচ্ছে ক্লোরিন গ্যাস।
কেমিক্যাল গোডাউনটি থেকেই ওই গ্যাস নির্গত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বিস্ফোরণের শঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুরোপুরি গ্যাস নির্গত হলে ফায়ার সার্ভিসের সদস্যরা বিশেষ পোশাক পড়ে গুদামে প্রবেশ করবেন বলে জানা গেছে।
বুধবার (১৫ অক্টোবর) সকালে সরেজমিনে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছে। এ ছাড়া ভোরেই নিখোঁজদের খোঁজে এসেছেন স্বজনরা।
এদিকে, আগুন লাগা গুদামে পাশের রাস্তায় গার্মেন্টসগুলোর কর্মীরা কাজে যোগ দিলে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েন অনেকে। এ সময় গার্মেন্টসকর্মীরা উত্তেজিত হয়ে উঠেন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে গার্মেন্টসগুলো বন্ধ রাখার নির্দেশ দিয়ে ভবনগুলো থেকে কর্মীদের বের করে দেন।
জানা যায়, আগুন লাগা ভবন থেকে ক্লোরিন গ্যাস নির্গত হচ্ছে। পুরোপুরি গ্যাস নির্গত হলে গুদামে প্রবেশ করবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে, সরেজমিনে দেখা যায়, এই ক্লোরিন গ্যাস যেখানে নির্গত হবে, এর ৮০০ থেকে এক হাজার মিটারের বাইরে থাকার কথা বলা হলেও ভিড় করছে উৎসুক জনতা।
কেমিক্যাল গোডাউনে মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা পৌনে ১২টায় আগুন লাগে। ১৫ মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। ১২টি ইউনিটের চেষ্টায় আগুন সাত ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। সংস্থাটি জানায়, ভবনের ছাদ টিনশেড আর তালাবন্ধ থাকায় গার্মেন্টসে আটকাপড়া লোকজন বের হতে পারেননি। গুদামে ছিল হাইড্রোজেন পার–অক্সাইড, ব্লিচিং পাউডারসহ সাত থেকে আট ধরনের রাসায়নিক দ্রব্য।
আগুনের ঘটনায় যেসব লাশ উদ্ধার করা হয়েছে, সেগুলো এমনভাবে পুড়ে গেছে যে দেখে পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। তাদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হবে বলে ফায়ার ব্রিগেডের পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানিয়েছেন।
অন্যদিকে ১৬টি মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফায়ার সার্ভিস ঢাকা সদর-১ জোন কমান্ডার মো. এনামুল হক মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মিরপুর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬টি লাশ সংশ্লিষ্ট থানা পুলিশের উপস্থিতিতে ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা পুলিশ পরবর্তী ব্যবস্থা নেবেন।
এদিকে মিরপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের এক লাখ টাকা করে সহায়তার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক প্রত্যেক নিহতের পরিবারকে এক লাখ টাকা করে সহায়তা দেবেন।’
মঙ্গলবার দিবাগত রাত ১২টায় ঘটনাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com